ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

শেয়ারবাজার নিয়ে আজ অর্থ মন্ত্রণালয়ে বৈঠক

২০২৬ জানুয়ারি ২৮ ১০:৪৫:২৫
শেয়ারবাজার নিয়ে আজ অর্থ মন্ত্রণালয়ে বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং বাজারের উন্নয়ন নিয়ে আলোচনা করতে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে শেয়ারবাজার সংস্কার, বাজার ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সূত্র অনুযায়ী, বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) একীভূত করা, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) শেয়ারবাজারে তালিকাভুক্ত করা এবং সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডকে (সিসিবিএল) ডিএসইর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।

জানা গেছে, সরকার দেশের দুই শেয়ারবাজার—ডিএসই ও সিএসই—একীভূত করে একটি জাতীয় স্টক এক্সচেঞ্জ গঠনের বিষয়টি বিবেচনা করছে। শেয়ারবাজারের কাঠামোগত সংস্কার, বাজারকে আরও শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ বৃদ্ধি ও আস্থা উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে। শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বোর্ড কাঠামো, পরিচালন ব্যবস্থা, ডিভিডেন্ড নীতি, ক্যাশ লেনদেন ও সামগ্রিক নিয়ন্ত্রক ব্যবস্থার উন্নয়ন নিয়েও বৈঠকে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে