ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Sharenews24

সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে যা জানালেন রিজওয়ানা

২০২৫ অক্টোবর ১৯ ১৯:৪১:৩৯
সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে যা জানালেন রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক: সেন্টমার্টিন দ্বীপে আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের রাতযাপন সম্ভব হবে কি না—এখনো তা চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন,“পর্যটকরা ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে যেতে পারবেন। তবে তারা সেখানে রাতযাপন করতে পারবেন কি না, তা এখনো নির্ধারিত হয়নি। বিষয়টি পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।”

এর আগে গত ২৫ সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছিলেন, ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। সে সময় তিনি বলেন,“প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। সফটওয়্যার রেজিস্ট্রেশনের মাধ্যমে পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে। পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় রেখে সফটওয়্যারটি পরিচালিত হবে।”

সেন্টমার্টিন দ্বীপে জীববৈচিত্র্য রক্ষা এবং সামুদ্রিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পরিবেশ মন্ত্রণালয় ৯ মাসের জন্য পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল।

সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত পর্যটক প্রবেশ, অনিয়ন্ত্রিত বর্জ্য ফেলানো এবং প্রবাল প্রাচীর ধ্বংসসহ বিভিন্ন কারণে দ্বীপের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ে। এ অবস্থায় সরকার পর্যটক নিয়ন্ত্রণে বিশেষ নীতিমালা তৈরি করে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে