ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Sharenews24

ময়ূর-৭ লঞ্চের আগুন নিয়ে শেষ কথা বলল ফায়ার সার্ভিস

২০২৫ অক্টোবর ১৯ ১৭:২৩:৫৭
ময়ূর-৭ লঞ্চের আগুন নিয়ে শেষ কথা বলল ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: সদরঘাটের একটি লঞ্চে আগুন লাগার পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে—এমন অভিযোগের ব্যাখ্যা দিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, ময়ূর-৭ নামের একটি লঞ্চে আগুন লেগেছে। ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে—“বিমানবন্দরের আগুনের পর এবার সদরঘাটে লঞ্চে আগুন! হচ্ছেটা কী?”

তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, এই ভিডিওটি নতুন নয়, বরং দুই বছর আগের একটি ঘটনার ফুটেজ।

সদরঘাট নদী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হৃদয় হাওলাদার বলেন,“আজ (রোববার) সদরঘাট লঞ্চ টার্মিনালে কোনো ধরনের আগুন লাগার ঘটনা ঘটেনি। ভিডিওতে যেটা দেখা যাচ্ছে, সেটা পুরোনো একটি ঘটনা।”

প্রসঙ্গত, দুই বছর আগে সদরঘাটের লালকুঠি ঘাটে ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী ময়ূর-৭ লঞ্চটিতে আগুন লাগে।লঞ্চটি ঘাটে বাঁধা ছিল,ভেতরে কেউ ছিলেন না, আগুন নিয়ন্ত্রণে আনা হয় দ্রুত

সম্প্রতি দেশে বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এর মধ্যেই পুরোনো ভিডিও ও ছবিকে নতুন বলে প্রচার করে বিভ্রান্তি ছড়ানোর ঘটনা উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাইকে গুজবে কান না দিতে এবং তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে