ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট

২০২৫ অক্টোবর ১৭ ১৭:৩৫:৫৬
খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

“ম্যাডামের অবস্থা সার্বিকভাবে এখন স্থিতিশীল। তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার চেয়ে এখন কিছুটা উন্নতি হয়েছে।”

তিনি আরও জানান, খালেদা জিয়ার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী তাকে শিগগিরই বাসায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর আগে, বুধবার (১৬ অক্টোবর) রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

তিনি দীর্ঘদিন ধরে আরথ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন। এসব কারণে নিয়মিতভাবে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে