ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
Sharenews24

আবারো ভিপি-জিএস-এজিএস পদে ছাত্রশিবিরের ভূমিধস জয়

২০২৫ অক্টোবর ১৭ ১১:০১:২১
আবারো ভিপি-জিএস-এজিএস পদে ছাত্রশিবিরের ভূমিধস জয়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী জোট'-এর প্রার্থীরা ১৭টি হলের সবগুলোতেই ভিপি, জিএস ও এজিএস পদে জয়লাভ করেছেন। বড় তিনটি পদের একটিতেও বিজয়ী হতে পারেনি ছাত্রদল-সমর্থিত প্রার্থীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

কেন্দ্রীয় সংসদের মোট ২৩টি পদের মধ্যে ২০টিতে জয় পেয়েছে শিবির-সমর্থিত প্যানেল। ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) পেয়েছেন ১২,৬৮৭ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন মাত্র ৩,৩৯৭ ভোট।

অন্যদিকে, জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১১,৪৯৭ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, শিবির-সমর্থিত ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫,৭২৭ ভোট। উভয় প্রার্থীই এর আগে বিভিন্ন ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে