ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

২০২৫ অক্টোবর ১৪ ১৭:১১:০৯
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের নির্বাসন কর্মসূচি এবং এর সাথে জড়িত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। মালয়েশিয়ার সরকার অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ দিতে গত বছর একটি কর্মসূচি ঘোষণা করেছে, যা আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

এই কর্মসূচি চলাকালেও ইমিগ্রেশন পুলিশের ধরপাকড় বন্ধ নেই। অভিযানে ধরা পড়লে অবৈধ অভিবাসীদের রিম্যান্ড, কারাদণ্ড এবং উচ্চ জরিমানার সম্মুখীন হতে হয়। বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা অবৈধ অভিবাসীদের দ্রুত এই সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

আবেদনকারীদের অবশ্যই বৈধ পাসপোর্ট অথবা দূতাবাস থেকে ভ্রমণ নথি নিয়ে পরবর্তী ১৪ দিনের মধ্যে দেশে ফেরার ফ্লাইট টিকিট সংগ্রহ করতে বলা হয়েছে। জরিমানার অর্থ কেবল ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা টাচ অ্যান্ড গো ই-ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করতে হবে। অনুমতিপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ ও থাকার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশটিতে অতিরিক্ত সময় অবস্থানের জন্য জনপ্রতি ৫০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে। কেউ যদি শুধুমাত্র কাজের পারমিটের শর্তাবলী ভঙ্গ করেন, তাদেরও জনপ্রতি ৩০০ রিঙ্গিত জরিমানা প্রদানের বিধান রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এই সুযোগ না নিলে, এরপর কঠোর অভিযান শুরু হবে এবং তখন জেল, জরিমানা ও কঠোর শাস্তির মুখেও পড়তে হতে পারে। বর্তমানে কুয়ালালামপুরসহ বিভিন্ন রাজ্যের ইমিগ্রেশন অফিসে প্রত্যাবাসনের আবেদনের জন্য প্রবাসীরা ভিড় করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে