ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

আবু ত্বহা আদনানকে বাঁচাতে কাসিমীর মন্তব্যে নেটদুনিয়ায় তোলপাড়

২০২৫ অক্টোবর ১৪ ১২:১১:১৪
আবু ত্বহা আদনানকে বাঁচাতে কাসিমীর মন্তব্যে নেটদুনিয়ায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। সম্প্রতি তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সামাজিকমাধ্যমে ত্বহার বিরুদ্ধে গুরুতর ব্যক্তিগত অভিযোগ তোলার পর তা ভাইরাল হয়ে যায়।

সাবিকুনের দাবি, ত্বহা আদনান তার কলেজ জীবনের পুরনো প্রেমিকা জারিন জাবিন নামের এক এয়ার হোস্টেসের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন। তারা নিয়মিত যোগাযোগে রয়েছেন এবং রাজধানীর যিন্নুরাঈন সেন্টারে ঘন ঘন দেখা করছেন। অনেকেই এটিকে 'পরকীয়া' হিসেবে উল্লেখ করে তীব্র সমালোচনা শুরু করেন।

এই বিতর্কের মাঝেই ইসলামি চিন্তাবিদ ও লেখক আলেম আইনুল হক কাসিমী ত্বহার পক্ষ নিয়ে একটি দীর্ঘ ফেসবুক পোস্ট দেন, যেখানে তিনি বলেন—“অভিযোগ সত্য হলেও স্ত্রীর উচিত ছিল তা গোপন রাখা। পারিবারিকভাবে সমাধান করা যেত। স্বামীর সাবেক প্রেমিকাকে মেনে নিলে হয়তো তার চোখ শীতল হত এবং দাওয়াহ সার্কেলের ক্ষতি হতো না।”

কাসিমীর এই বক্তব্যে নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। বিশেষ করে নারীরা একে নারীর প্রতি অবিচার এবং ভিকটিম-ব্লেমিং হিসেবে দেখছেন। অনেকে প্রশ্ন তুলছেন—“পরকীয়ার মতো জঘন্য কাণ্ডের পরও কেন অভিযুক্তকে সাফাই দেওয়া হলো, অথচ ভিকটিমকেই দায়ী করা হচ্ছে?”

আলোচনার ঝড় এখনো থামেনি। ধর্মীয় ব্যক্তিত্বদের বিষয়ে সাধারণ মানুষের আস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, দারুল উলুম দেওবন্দ থেকে শিক্ষা নেওয়া কাসিমী বেশ কয়েকটি গ্রন্থের লেখক, যার মধ্যে রয়েছে— ‘সালাফদের হৃদয়ে রাসুলপ্রেম’, ‘নবি-রাসুলদের হিজরতের ইতিহাস’ এবং ‘গাইরত’।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে