ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

আইন মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ: অনলাইনে জামিননামা

২০২৫ অক্টোবর ১৪ ১১:০৭:৩৮
আইন মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ: অনলাইনে জামিননামা

নিজস্ব প্রতিবেদক : কাল থেকে অনলাইনে জামিননামা পাঠানোর নতুন ব্যবস্থা চালু হচ্ছে, যা জামিনপ্রাপ্ত আসামির জামিননামা এক ক্লিকে সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে। এতে জামিন প্রক্রিয়ার ১২টি জটিল ধাপ এবং টাকা-সময় খরচের সমস্যাগুলো দূর হবে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়, যেখানে হয়রানি ও অতিরিক্ত খরচের বিষয় থাকে। এই সমস্যা দূর করতে কাল থেকে পাইলট প্রকল্প হিসেবে অনলাইন জামিননামা কার্যক্রম শুরু হবে।

ড. আসিফ বলেন, “আমরা আইন মন্ত্রণালয় থেকে স্বনির্ভরভাবেই এই সংস্কার করেছি। কারো সহযোগিতা ছাড়া সম্পন্ন হয়েছে। এক ক্লিকে আদালতের রায় থেকে জামিননামা সরাসরি সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে যেখানে আসামি বন্দী রয়েছেন। সরকারের নিজস্ব তহবিল থেকে এটি বাস্তবায়ন করা হয়েছে।”

তিনি আরও জানান, সরকারের তহবিল রয়েছে যার মাধ্যমে উন্নত সেবা প্রদান সম্ভব হয়েছে। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপনের কাজও অন্তর্বর্তী সরকারের সময়েই সম্পন্ন হবে। বিচার বিভাগ, গুম, দুদক ও মানবাধিকার সংক্রান্ত আইনও আগামী কয়েক সপ্তাহের মধ্যে গৃহীত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, ব্যারিস্টার অনীক আর হক।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে