ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

এগার গুণ উৎপাদন সক্ষমতায় বিডি পেইন্টস

২০২৫ অক্টোবর ১৪ ০৯:৩৬:৫১
এগার গুণ উৎপাদন সক্ষমতায় বিডি পেইন্টস

নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত বিডি পেইন্টস লিমিটেড গাজীপুরে তাদের নতুন কারখানার বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে আগামী ১৮ অক্টোবর। ব্যাংক ঋণ ও নিজস্ব তহবিল মিলিয়ে এই সম্প্রসারণ প্রকল্পে কোম্পানিটি বিনিয়োগ করেছে প্রায় ১০২ কোটি টাকা।

সোমবার (১৩ অক্টোবর) শেয়ারবাজারে পাঠানো এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, দেশজুড়ে ডেকোরেটিভ ও ইন্ডাস্ট্রিয়াল পেইন্টের বাড়তি চাহিদা মেটাতে নতুন কারখানাটি নির্মিত হয়েছে। এর মাধ্যমে উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য এবং বাজারে প্রতিযোগিতা শক্তি আরও বাড়াবে বিডি পেইন্টস।

৯১৪ ডেসিমেল জমির ওপর নির্মিত এই প্ল্যান্টে দৈনিক ১১০.৬০ টন পেইন্ট ও ১৫ হাজার পিস প্লাস্টিক কন্টেইনার উৎপাদনের সক্ষমতা থাকবে—যা আগের তুলনায় ১১ গুণ বেশি। নতুন ইউনিটে ওয়াটার-বেসড ও সলভেন্ট-বেসড পেইন্ট, ইন্ডাস্ট্রিয়াল পেইন্ট, থিনার, রাসায়নিক ও প্যাকেজিং সামগ্রী উৎপাদন করা হবে।

বিডি পেইন্টসের এক কর্মকর্তা জানান, “২০২০ সালে জমি ক্রয় এবং ২০২২ সালে নির্মাণকাজ শুরু করা হয়। কাজ শেষ পর্যায়ে, ১৮ অক্টোবরই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে কারখানাটি।” তিনি আরও বলেন, কোম্পানিটি প্রথমে সম্প্রসারণ পরিকল্পনা প্রকাশ না করলেও পরে নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করেছে।

কোম্পানির ব্যবস্থাপনা মনে করে, নতুন ইউনিট চালু হলে বার্ষিক রাজস্ব প্রায় ২৫০ কোটি টাকায় পৌঁছাতে পারে, যা আর্থিক পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে।

বর্তমানে বাংলাদেশের পেইন্টস শিল্পে বার্জার, এশিয়ান, নিপ্পন ও কানসাই নেরোল্যাকের মতো বহুজাতিক কোম্পানির আধিপত্য রয়েছে। তবে বিডি পেইন্টসের মতো স্থানীয় কোম্পানিগুলোও সক্ষমতা বৃদ্ধি ও পণ্যের বৈচিত্র্যের মাধ্যমে ধীরে ধীরে বাজারে অবস্থান শক্ত করছে।

বরিশালের বিএসআইসি শিল্পাঞ্চলে কোম্পানির আগের কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা মাত্র ১০ টন। ২০২২ সালে কোয়ালিফায়েড ইনভেস্টর অফার (QIO)-এর মাধ্যমে ১২ কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি শেয়ারবাজারে আসে।

২০২৩–২৪ অর্থবছরে বিডি পেইন্টস ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং ৮৮ লাখ ৪০ হাজার টাকা নিট মুনাফা অর্জন করেছে—যা আগের বছরের চেয়ে ১৭ শতাংশ বেশি।

বর্তমানে কোম্পানিটির বাজারমূলধন ৩২০ কোটি টাকা, পিই রেশিও ৩৫.৫২। সোমবার ডিএসইতে শেয়ারদর ১.৭৪% কমে ৫০ টাকা ৮০ পয়সায় দাঁড়ায়। তবে গত মে থেকে এখন পর্যন্ত এর শেয়ারের দাম বেড়েছে ১৬১ শতাংশ।

৩০ জুন ২০২৫ পর্যন্ত স্পন্সর ও পরিচালকরা ৩০.৪৪%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ২৯.২২%, এবং সাধারণ বিনিয়োগকারীরা ৪০.৩৪% শেয়ার ধারণ করছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে