ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

সপ্তাহের সর্বোচ্চ দামের পর তেলের বাজারে বড় ধস

২০২৫ অক্টোবর ১০ ১৬:০৯:০৭
সপ্তাহের সর্বোচ্চ দামের পর তেলের বাজারে বড় ধস

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববাজারে তেলের দাম দীর্ঘদিনের সর্বোচ্চ স্তর স্পর্শ করার পর কিছুটা কমে এসেছে। গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ায় ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমেছে এবং তার প্রভাব পড়েছে তেলের বাজারে।

শুক্রবার (১০ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স জানায়, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ২৪ সেন্ট বা ০.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৪.৯৮ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২০ সেন্ট বা ০.৩ শতাংশ কমে ৬১.৩১ ডলারে পৌঁছেছে।

এর আগে, বুধবার (৮ অক্টোবর) রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর তেলের দাম বিশ্ববাজারে প্রায় ১ শতাংশ বৃদ্ধি পায় এবং এক সপ্তাহের সর্বোচ্চ স্থানে পৌঁছায়। এতে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

তবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি পক্ষের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি হওয়ায় শুক্রবার তেলের বাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা দেয়, যা দাম কমার ক্ষেত্রে সহায়ক হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে