ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

শান্তিতে নোবেল পেয়েছেন যেসব মার্কিন প্রেসিডেন্ট

২০২৫ অক্টোবর ১০ ১৪:৫৩:৩৪
শান্তিতে নোবেল পেয়েছেন যেসব মার্কিন প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল শান্তি পুরস্কার। এ পর্যন্ত মাত্র চারজন মার্কিন প্রেসিডেন্ট এবং একজন ভাইস প্রেসিডেন্ট এ পুরস্কারে ভূষিত হয়েছেন। কেউ পেয়েছেন যুদ্ধ বন্ধের জন্য, কেউ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রামের জন্য।

এদিকে চলতি বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার প্রাক্কালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এই পুরস্কার পাওয়ার যোগ্য, কারণ তিনি ‘বিশ্বজুড়ে সাতটি যুদ্ধ থামিয়েছেন’। তবে এই দাবির মধ্যে ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ করার কথাও থাকলেও, নয়াদিল্লি ইতিমধ্যেই তা অস্বীকার করেছে।

ট্রাম্পের দাবি, “নোবেল কমিটি যেকোনো একটা অজুহাত দিয়ে আমাকে পুরস্কার না দেওয়ার পথ খুঁজবে।” এ বছর তাকে মনোনয়ন দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, যুক্তরাষ্ট্রের কিছু আইনপ্রণেতা এবং পাকিস্তান সরকার।

এখন পর্যন্ত শান্তিতে নোবেল পাওয়া মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টরা:

থিওডর রুজভেল্ট (১৯০৬)

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শান্তিতে নোবেল পান।

কারণ:

রুশ-জাপান যুদ্ধ অবসানে পোর্টসমাউথ চুক্তির মধ্যস্থতা করেন।

তার পদকটি এখনও হোয়াইট হাউসের ‘রুজভেল্ট রুমে’ সংরক্ষিত রয়েছে।

উড্রো উইলসন (১৯১৯)

যুক্তরাষ্ট্রের ২৮তম প্রেসিডেন্ট।

কারণ:

প্রথম বিশ্বযুদ্ধের অবসানে কূটনৈতিক ভূমিকা।

লীগ অব নেশনস গঠনের জন্য অবদান (যা পরবর্তীতে জাতিসংঘের ভিত্তি তৈরি করে)।

জিমি কার্টার (২০০২)

৩৯তম মার্কিন প্রেসিডেন্ট।

কারণ:

পদত্যাগের ২১ বছর পর নোবেল পান।

আন্তর্জাতিক দ্বন্দ্ব নিরসন, মানবাধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়ন প্রচেষ্টায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি।

বারাক ওবামা (২০০৯)

৪৪তম প্রেসিডেন্ট।

কারণ:

দায়িত্ব নেওয়ার এক বছরের কম সময়ের মধ্যে পুরস্কৃত হন।

আন্তর্জাতিক কূটনীতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তার ‘অসাধারণ প্রচেষ্টা’র জন্য পুরস্কার লাভ করেন।

এই পুরস্কার নিয়ে তখন বিতর্ক হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছিলেন, “কিছু না করেই ওবামা নোবেল পেয়ে গেছেন।”

অ্যাল গোর (২০০৭) – সাবেক ভাইস প্রেসিডেন্ট

কারণ:

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জনসচেতনতা তৈরির জন্য।

আইপিসিসি (IPCC)–এর সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে