ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
Sharenews24

বিমানে এমন কাণ্ড করে লন্ডন প্রবাসীর ‘অভিনব সাজা’

২০২৫ অক্টোবর ১০ ১৪:১৫:৫৭
বিমানে এমন কাণ্ড করে লন্ডন প্রবাসীর ‘অভিনব সাজা’

নিজস্ব প্রতিবেদক : সিলেটগামী বিমানে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে এক লন্ডন প্রবাসীকে ১১ লাখ ১০ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে সিলেট আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-২০১) ফ্লাইটে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অভিযুক্ত যাত্রীর নাম মো. শওকত আলী, যিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। ফ্লাইট চলাকালীন তিনি মদ্যপ অবস্থায় সহযাত্রী ও কেবিন ক্রুদের সঙ্গে অশালীন ও আক্রমণাত্মক আচরণ শুরু করেন। বিশেষ করে নারী কেবিন ক্রুদের উদ্দেশে তিনি অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিমানের নিরাপত্তা কর্মকর্তারা তাকে রশি দিয়ে আসনের সঙ্গে বেঁধে রাখতে বাধ্য হন। এমন অবস্থায়ও তিনি আচরণে পরিবর্তন আনেননি। একপর্যায়ে ঘুষি মেরে বিমানের একটি মনিটর ভেঙে ফেলেন এবং অন্যান্য যাত্রীসেবামূলক সরঞ্জামেরও ক্ষতিসাধন করেন।

ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই কর্তৃপক্ষ শওকত আলীকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলন তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেন এবং বিমানের ক্ষতিপূরণ দিতে সম্মত হন। ফলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আর কোনো ফৌজদারি মামলা দায়ের না করে ১১ লাখ ১০ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আলমগীর হোসেন বলেন, "অভিযুক্ত যাত্রী বিমানের মনিটরসহ বেশ কিছু সরঞ্জামের ক্ষতি করেছেন। তার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।"

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে