ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সাবেক বিচারপতি মানিকের করুণ বাস্তবতা!

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১২:৪৩:২৬
সাবেক বিচারপতি মানিকের করুণ বাস্তবতা!

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বর্তমানে চরম অর্থকষ্টে দিন পার করছেন। মামলার খরচ চালাতে না পেরে নিজের ল চেম্বারের সব বই বিক্রি করে দিয়েছেন—এমন তথ্য দিয়েছেন তার আইনজীবী মোরশেদ হোসেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে প্রিজন ভ্যানে করে আদালত প্রাঙ্গণে আনা হয় সাবেক বিচারপতি মানিককে। এ সময় তার হাতে হাতকড়া, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট, এবং মাথায় হেলমেট পরানো ছিল। নিরাপত্তাব্যবস্থা ছিল অত্যন্ত কড়া।

বেলা ১১:৩০টায় তাকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এরপর বিচারক আদেশ দেওয়ার পর ফের হাতকড়া পরিয়ে তাঁকে প্রিজন ভ্যানে তোলা হয়। ওই একই ভ্যানে ছিলেন আরও দুই আলোচিত আসামি:আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিচারপতি মানিকের আইনজীবী বলেন:"তিনি (শামসুদ্দিন চৌধুরী মানিক) বর্তমানে মারাত্মক আর্থিক সংকটে আছেন। মামলা পরিচালনার খরচ চালাতে পারছেন না। এমনকি তিনি তার ল চেম্বারের সব বই বিক্রি করে দিয়েছেন। একজন বিচারপতির জন্য এটি অত্যন্ত কষ্টদায়ক পরিস্থিতি।"

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) তরিকুল ইসলাম আদালতকে জানান:“বিচারপতি মানিকের বিরুদ্ধে ৫ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আমরা আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করি, এবং আদালত তা মঞ্জুর করেন।”

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি হিসেবে বহুল আলোচিত ছিলেন তার বিতর্কিত রায়, বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের কারণে। তিনি ছিলেন সুপ্রিম কোর্টের একজন দৃঢ়মতাবলম্বী বিচারপতি, তবে অবসরোত্তর সময়ে তিনি নানা বিতর্কে জড়িয়ে পড়েন।

দুদকের মামলায় গ্রেপ্তার হওয়ার ঘটনা এবং অর্থকষ্টে বই বিক্রির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আইনের শীর্ষ পর্যায়ে থেকে দায়িত্ব পালনকারী একজন সাবেক বিচারপতির এহেন পরিস্থিতি দেশের বিচারব্যবস্থা ও প্রশাসনের জন্য এক ধরনের চেতনার বার্তা দিচ্ছে—আইন সকলের জন্য সমান, এবং অর্থ ও সম্মান সব সময় স্থায়ী নয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে