ঢাকা, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

উৎপাদন নিয়ে বিভ্রান্তি রোধে ব্যাখ্যা দিলো ডমিনেজ স্টিল

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১২:১৯:১১
উৎপাদন নিয়ে বিভ্রান্তি রোধে ব্যাখ্যা দিলো ডমিনেজ স্টিল

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে কিছু সংবাদ মাধ্যমে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড–এর ব্যবসায়িক কার্যক্রম, কারখানা পরিচালনা এবং উৎপাদন প্রক্রিয়া নিয়ে নেতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষ একটি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে।

ডমিনেজ স্টিল জানিয়েছে, এটি একটি পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন কোম্পানি। প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিষ্ঠানটি কারখানায় মূলত MS পণ্যের ফ্যাব্রিকেশন, পেইন্টিং এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে। প্রকল্পের বড় অংশের কাজ সরাসরি নির্মাণস্থলে পরিচালিত হয়। ফলে প্রতিদিন কারখানায় উৎপাদন চালু রাখার প্রয়োজন হয় না।

বর্তমানে কোম্পানির দুটি কারখানা রয়েছে—একটি আশুলিয়ার আউকপাড়ায়, অপরটি নরসিংদীর পলাশে। আশুলিয়ার কারখানাটি আধুনিক প্রযুক্তিনির্ভর এবং বৃহৎ পরিসরে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। অন্যদিকে, পলাশের কারখানাটি কোম্পানির প্রথম কারখানা, যা অনেকাংশে হাতে চালিত। বর্তমানে ব্যবসায়িক কার্যক্রমের বড় অংশ আশুলিয়ার কারখানার ওপর নির্ভরশীল।

কোম্পানি জানিয়েছে, কাজের ধরন নিয়মিত না হওয়ায় স্থানীয়ভাবে অনুসন্ধান করলে বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হতে পারে। তবে প্রতি বছরই চাহিদা অনুযায়ী উভয় কারখানার মাধ্যমে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান থাকে।

এছাড়া, গত কয়েক বছরে কোভিড-১৯ মহামারি, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করেছে। এর ফলে নতুন প্রকল্পের সংখ্যা কমে গেছে। যেহেতু কোম্পানির পণ্য দৈনন্দিন ব্যবহার্য নয় এবং প্রতিটি পণ্য প্রকল্পভেদে আলাদা, তাই শুধুমাত্র কারখানার দৈনন্দিন কার্যক্রমের ওপর ভিত্তি করে সামগ্রিক ব্যবসায়িক অবস্থা মূল্যায়ন করা সঠিক নয়।

ডমিনেজ স্টিল সবার উদ্দেশে জানাচ্ছে—কোম্পানি সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সহযোগিতা কামনা করছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে