ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

রিজার্ভ বাড়াতে ফের বড় অঙ্কের ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১১:১৫:৪৪
রিজার্ভ বাড়াতে ফের বড় অঙ্কের ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : মার্কিন ডলারের দাম স্থিতিশীল রাখতে আবারও বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।সোমবার (২২ সেপ্টেম্বর) ১২১.৭৫ টাকা দরে মোট ১২৯.৫০ মিলিয়ন ডলার কেনা হয়েছে।

এর মাধ্যমে চলতি অর্থবছরের (জুলাই থেকে) মধ্যে মোট ১.৮৮ বিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ১৫ সেপ্টেম্বর একই দরে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কেনা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান,"১২১.৭৫ টাকাই এখন বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ডলারের রেফারেন্স রেট।"

বিশ্লেষকরা বলছেন, বারবার ডলার কেনা মূলত বাজারে দর স্থিতিশীল রাখা ও রিজার্ভ বাড়ানোর কৌশল।

“ডলারের দাম হঠাৎ করে বেড়ে যাওয়া যেমন সমস্যা, তেমনি কমে যাওয়া আরও বড় অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে,”—বলেন এক ব্যাংকার।

সেপ্টেম্বরের প্রথম ২১ দিনেই প্রবাসী আয় এসেছে ২.০৩ বিলিয়ন ডলার, যা টাকায় প্রায় ২৪ হাজার ৭৭৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ২৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান,“২০২৫-২৬ অর্থবছরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছে ৬.৯৩ বিলিয়ন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০.১% বেশি।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে