ঢাকা, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আদালতে নাহিদের কণ্ঠে ওঠলো বড় সত্য

২০২৫ সেপ্টেম্বর ২১ ১৭:৫৫:৪১
আদালতে নাহিদের কণ্ঠে ওঠলো বড় সত্য

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়ার পেছনে কোনো দেশি বা বিদেশি শক্তির ইন্ধন ছিল না। তিনি এই মন্তব্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেনের জেরার জবাবে।

ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম আরও বলেন, ‘দেশি-বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় তারা (তৎকালীন সমন্বয়কারীরা) অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছিলেন’ – এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।

গত জুলাই মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দুই অন্যান্য আসামির বিরুদ্ধে দায়ের করা মামলায় নাহিদ ইসলাম ৪৭তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন।

শেখ হাসিনার পাশাপাশি মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে বলেন, ৩ আগস্ট সরকার পতনের ঘটনাটি তাদের দীর্ঘদিনের পরিকল্পনার অংশ ছিল না। এছাড়া, তাদের আন্দোলনের পেছনে কোনো দেশি-বিদেশি শক্তির হাত ছিল না। তাই অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেওয়া হয়েছে এমন অভিযোগও ভুল।

রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এই বক্তব্যে আপত্তি জানানো হলে, ট্রাইব্যুনাল বিষয়টি প্রাসঙ্গিক উল্লেখ করে শুনানি চালিয়ে যান।

জেরার সময় নাহিদ ইসলাম আরও বলেন, ‘এটা সত্য নয় যে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করেননি বা বাধ্য হয়ে ভারতে চলে যাননি।’

এর আগের জবানবন্দিতে নাহিদ ইসলাম জানিয়েছিলেন, সরকার পতনের পূর্বে তারা নতুন সরকার গঠনের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছিলেন এবং গত বছরের ৫ আগস্ট ড. ইউনূসকে নতুন সরকারের প্রধানের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের চাপের মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে