ঢাকা, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এনবিআরের চিঠি ঘিরে আতঙ্কিত বিনিয়োগকারীরা

২০২৫ সেপ্টেম্বর ২১ ১৫:৫১:২৪
এনবিআরের চিঠি ঘিরে আতঙ্কিত বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে এনবিআরের সাম্প্রতিক চিঠি বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। চিঠিতে ৫০ লাখ টাকা আয়ের তথ্য যাচাইয়ের বিষয়টি সামনে আসায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, এ পদক্ষেপ তাদের ওপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি করতে পারে, যা ইতোমধ্যে সংকটাপন্ন বাজারে আরও নেতিবাচক প্রভাব ফেলছে।

তবে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ গত এক বছরে শেয়ারবাজারে ৫০ লাখ টাকার বেশি মুনাফা করেছে এমন বিনিয়োগকারীর সংখ্যা হাতে গোনা দুই-চারজনের বেশি নয়। তাই সাধারণ বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে স্বাভাবিকভাবে লেনদেনে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বাজার বিশেষজ্ঞদের মতে, হঠাৎ এ ধরনের উদ্যোগ বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করতে পারে। এর ফলে অনেকেই শেয়ার বিক্রি করে বাজার থেকে সরে যাওয়ার চিন্তা করছেন। বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে হলে এনবিআরের উচিত হবে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, যেন তারা শেয়ারবাজার থেকে নিরুৎসাহিত না হন।

রোববার বাজার পর্যালোচনা

আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধস নেমেছে। সূচকের পাশাপাশি লেনদেনেও নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৮.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৩৮১.৮৪ পয়েন্টে।

অন্যদিকে, শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ১৯.২৪ পয়েন্ট কমে ১,১৫৮.৯৫ পয়েন্টে নেমে আসে। আর নির্বাচিত ব্লু-চিপ শেয়ারের ডিএসই-৩০ সূচক ২৩.৭০ পয়েন্ট কমে ২,০৮৩.৪৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে মাত্র ৩৯টির দর বেড়েছে, বিপরীতে ৩০৭টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত ছিল।

লেনদেনেও নেমে এসেছে পতনের ছায়া। ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৬২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবসের ৬৫৪ কোটি ৭২ লাখ টাকার তুলনায় প্রায় ৩৩ কোটি ২৩ লাখ টাকা কম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক নিম্নমুখী হলেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। আজ সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিনের ১২ কোটি ৫১ লাখ টাকার তুলনায় বেশি।

তবে এখানেও দরপতনের আধিক্য ছিল। সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের ৩১টির দর বেড়েছে, ১৬৪টির দর কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত ছিল।

দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭৪.০৪ পয়েন্ট কমে দাঁড়ায় ১৫,৪১৫.৯৭ পয়েন্টে। আগের কার্যদিবসেও সূচক ৭৮.১৯ পয়েন্ট কমেছিল।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে