ঢাকা, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ফোনে আগুন লাগার ৫টি গোপন কারণ

২০২৫ সেপ্টেম্বর ২১ ১১:১৪:১৮
ফোনে আগুন লাগার ৫টি গোপন কারণ

নিজস্ব প্রতিবেদক: বর্তমান যুগে স্মার্টফোন আমাদের নিত্যদিনের অপরিহার্য সঙ্গী। কিন্তু এই প্রযুক্তির আশীর্বাদ কখনো কখনো ভয়ানক দুর্ঘটনার কারণও হয়ে উঠতে পারে। সাম্প্রতিক সময়ে দেশে-বিদেশে মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় বহু মানুষ আহত কিংবা মৃত্যুর মুখে পড়েছেন। অনেক সময় এই বিস্ফোরণে কারও দেহে মারাত্মক দগ্ধ হওয়ার মতো ঘটনা ঘটে, কেউ কেউ হারান দৃষ্টিশক্তি, এমনকি প্রাণও।

তাই এমন বিপজ্জনক পরিস্থিতি কেন ঘটে এবং কিভাবে তা প্রতিরোধ করা যায়—সেই সম্পর্কে সচেতন হওয়া এখন সময়ের দাবি।

১. নিম্নমানের ব্যাটারি ও নির্মাতা প্রতিষ্ঠানের ত্রুটি

মোবাইল বিস্ফোরণের সবচেয়ে সাধারণ এবং প্রধান কারণ হলো মোবাইল ফোনে নিম্নমানের বা ত্রুটিপূর্ণ ব্যাটারি ব্যবহৃত হওয়া। অনেক কম দামে বাজারে পাওয়া যায় এমন ফোন বা ক্লোন ডিভাইসে সাধারণত ভালো মানের ব্যাটারি দেওয়া হয় না। এর ফলে ব্যাটারির অভ্যন্তরে থাকা লিথিয়াম-আয়ন সেল অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হতে পারে।

কিছু কিছু ক্ষেত্রে মূল কোম্পানির ভুল ডিজাইন বা প্রডাকশন ইস্যুর কারণেও ফোনে আগুন ধরে যেতে পারে। ইতিহাসে এমন উদাহরণ রয়েছে যেখানে স্বনামধন্য ব্র্যান্ডের ফোনও ফেরত নিতে হয়েছে বিস্ফোরণের ঝুঁকির কারণে।

২. অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত চার্জিং অভ্যাস

অনেকেই দিনের পর দিন ফোন অপ্রয়োজনে চার্জে দিয়ে রাখেন। আবার কেউ কেউ চার্জ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেন না। ফলে ব্যাটারিতে অতিরিক্ত চার্জ প্রবেশ করে, যা ব্যাটারির স্ফীতি (swelling) ঘটায় এবং এক পর্যায়ে তা বিস্ফোরণে রূপ নেয়।

বিশেষজ্ঞদের মতে, লিথিয়াম-আয়ন ব্যাটারি চার্জ করার সময় বিদ্যুৎ সঞ্চালনের যে স্বাভাবিক প্রক্রিয়া, তা বাধাগ্রস্ত হলে ভেতরে তাপ উৎপন্ন হয়। এই অতিরিক্ত তাপই বিস্ফোরণের জন্য দায়ী হতে পারে।

৩. রাতে ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে যাওয়া

অধিকাংশ ব্যবহারকারীর মধ্যে একটি সাধারণ অভ্যাস হলো: রাতে ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়া। এতে করে ফোন দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগে যুক্ত থাকে। ফলে ফোনের সার্কিটগুলো দীর্ঘমেয়াদে চাপের মধ্যে থাকে, যা ক্রমে ক্ষতিগ্রস্ত হয়।

এই অভ্যাস শুধু ব্যাটারির আয়ু কমায় না, বরং বাড়ায় শর্ট সার্কিট ও ওভারহিটিং এর ঝুঁকি। যার চূড়ান্ত পরিণতি হতে পারে বিস্ফোরণ।

৪. ভেজা বা আর্দ্র পরিবেশে ফোন চার্জ দেওয়া

অনেকে বৃষ্টি থেকে ভেজা অবস্থায় ফোন ব্যবহার বা চার্জ দিতে যান। অথচ ফোনের ভেতরে সামান্য পানির উপস্থিতিও সার্কিটে শর্ট সার্কিট তৈরি করতে পারে, যা তাৎক্ষণিক আগুন বা বিস্ফোরণ ঘটাতে পারে।

৫. ভুয়া বা নিম্নমানের চার্জার ও কেবল ব্যবহার

নকল বা সস্তা চার্জার ও কেবল ব্যবহারের কারণে ফোনের ব্যাটারিতে অনিয়ন্ত্রিত ভোল্টেজ প্রবাহ ঘটে। এতে করে ব্যাটারি তার সহনক্ষমতা হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে বিস্ফোরণের দিকে এগিয়ে যায়।

✅ ফোন বিস্ফোরণ রোধে করণীয়

হাই-কোয়ালিটি ও অরিজিনাল চার্জার ব্যবহার করুন

ফোন অতিরিক্ত গরম হলে চার্জ দেওয়া বন্ধ করুন

ফোন ফুল চার্জ হলে সঙ্গে সঙ্গে চার্জার খুলে ফেলুন

চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার এড়িয়ে চলুন

রাতে ফোন চার্জে দিয়ে ঘুমানোর অভ্যাস পরিহার করুন

ফোন বা ব্যাটারি ফুলে উঠলে অবিলম্বে সেটি বন্ধ করে সার্ভিস সেন্টারে নিন

অস্বীকৃত অ্যাপ বা সফটওয়্যার ইনস্টল করা থেকে বিরত থাকুন, যা ফোনকে অতিরিক্ত গরম করতে পারে

মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি এখন আমাদের ব্যাংকিং, ব্যবসা, ছবি, স্মৃতি এবং নিরাপত্তার অংশ। তাই এই গুরুত্বপূর্ণ ডিভাইস ব্যবহারে যতটা সচেতন হওয়া উচিত, ততটা সচেতন না থাকলে বিপদ ঘটে যেতে পারে মুহূর্তেই।

একমাত্র সতর্ক ব্যবহারের মাধ্যমেই আমরা নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা নিয়ন্ত্রণে আনতে হলে আমাদের প্রত্যেকেরই সচেতনতা বাড়ানো জরুরি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে