ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

দায় স্বীকার করলেন নাহিদ ইসলামের স্বীকারোক্তি

২০২৫ সেপ্টেম্বর ১৯ ১৩:৫৩:১৬
দায় স্বীকার করলেন নাহিদ ইসলামের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সাংগঠনিকভাবে আমরা এক বছরে যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, তা অর্জন করতে পারিনি।”

আজ শুক্রবার সকালে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এটা একটি বড় অর্জন। গণ-অভ্যুত্থানের পর আমরাই প্রথম এই দাবি তুলেছিলাম। তবে নির্বাচনে আমাদের সমর্থিত প্যানেলের ব্যর্থতা আমাদের জন্য দুঃখজনক।”

তিনি স্বীকার করেন, এনসিপি সমর্থিত ছাত্র সংগঠনগুলো কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেনি। “আমরা নিজেরাই আত্মসমালোচনা করছি—কোথায় ভুল ছিল, কেন পারিনি, সেটি মূল্যায়নের সময় এসেছে,” বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে ও সারাদেশে আমাদের সাংগঠনিক শক্তি গড়ে তুলতে পারিনি। এর পেছনে নানা বাস্তবতা আছে। গত এক বছরে দেশ রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে। গণ-অভ্যুত্থানের পরে আমাদের ওপর অনেক দায়িত্ব এসে পড়ে। ফলে কাঙ্ক্ষিতভাবে সংগঠন বিস্তার করা সম্ভব হয়নি।”

সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশে নাহিদ আহ্বান জানান, ভবিষ্যতে যেন একই ভুল না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি জানান, “আমাদের সমর্থিত ছাত্র সংগঠন খুব অল্প সময় রাজনীতির সুযোগ পেয়েছে। সামনে সংগঠনকে আরও সুসংগঠিত করে এগিয়ে যেতে হবে।”

সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জেলা, মহানগর, উপজেলা ও থানা কমিটির সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে