ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
Sharenews24

১০ টাকায় ইলিশ দেয়ার ঘোষণা

২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৯:২৯:৩৪
১০ টাকায় ইলিশ দেয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি রায়হান জামিলের “১০ টাকায় এক কেজি ইলিশ” দেওয়ার ঘোষণা ঘিরে সদরপুরে চরম বিশৃঙ্খলা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান জামিল প্রচারণার অংশ হিসেবে মাইকিং করে জানান, তিনি প্রতিজনকে মাত্র ১০ টাকায় এক কেজি ইলিশ দেবেন। এ ঘোষণায় সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ ভিড় করেন। তবে মাছের সরবরাহ ছিল অত্যন্ত সীমিত। এতে ইলিশ না পেয়ে ক্ষুব্ধ জনতা চিৎকার ও ধাক্কাধাক্কি শুরু করে।

ভিড় এবং বিশৃঙ্খলা দ্রুত বাড়তে থাকায় রায়হান জামিল এলাকা ত্যাগ করেন। পরে তিনি ভাষণচর ইউনিয়ন পরিষদের দিকে রওনা হলে পথেই বিক্ষুব্ধ জনতা তাঁর গাড়ি আটকে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ গিয়ে তাকে নিরাপদে উদ্ধার করে।

রায়হান জামিল বলেন,“মানুষের উপকারের জন্যই আমার এই উদ্যোগ। তবে উপস্থিত মানুষের সংখ্যা এবং পরিস্থিতি আমার কল্পনার বাইরে চলে গিয়েছিল।”

সদরপুর থানার ওসি সুকদেব রায় জানান,“আগেই তাকে সতর্ক করা হয়েছিল এমন কর্মসূচি না নিতে। তিনি প্রশাসনের পরামর্শ উপেক্ষা করে নিজ উদ্যোগে বিতরণ শুরু করেন, যা পরবর্তীতে বিশৃঙ্খলায় রূপ নেয়। আমরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।”

অনেকেই অভিযোগ করেছেন, তারা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো ইলিশ পাননি। এমনকি অনেকেই মনে করছেন, এটি ছিল রাজনৈতিক জনপ্রিয়তা অর্জনের একটি অপচেষ্টা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে