ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৬:৪৮:১৯
টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা তিন দিন ছুটি পাচ্ছেন। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি থাকবে। এরপর ৩ অক্টোবর (শুক্রবার) ও ৪ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটি মিলে টানা তিন দিন ছুটি উপভোগ করতে পারবেন তারা।

সূত্রমতে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে, চলবে ৭ অক্টোবর পর্যন্ত। ফলে শিক্ষার্থীরা টানা ১২ দিন ছুটির সুযোগ পাচ্ছেন।

এর মধ্যে ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত আরও দুই দিন যোগ হচ্ছে, ফলে শিক্ষার্থীরা ১২ দিনের চেয়ে বেশি সময় ঘরে থাকতে পারবে।

৬ অক্টোবর লক্ষ্মীপূজা, এদিন ঐচ্ছিক ছুটি হিসেবে ধরা হয়েছে স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহে মোট ১২ দিন ছুটি থাকবে।

এই সময়ের মধ্যে শুধুমাত্র দুর্গাপূজা নয়, বরং ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা, এবং লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।

বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সরকারি ও স্বায়ত্তশাসিত, তাই তাদের ছুটির সময়সূচি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার মাধ্যমে নির্ধারণ করা হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে