ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আ.লীগ নিয়ে 'গণতন্ত্রের ইঙ্গিত' দিলেন উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৬:৪৬:৪২
আ.লীগ নিয়ে 'গণতন্ত্রের ইঙ্গিত' দিলেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‌‘‘আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের সমর্থকদের ভোটাধিকার নিষিদ্ধ নয়। তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ভোট দেবেন, তা কেউ বলে দিতে পারে না।’’ তিনি আরও বলেন, ‌‘‘২০১৮ সালের নির্বাচন ছিল ‘লায়লাতুল নির্বাচন’—দিনে নয়, রাতে ভোট হয়েছে।’’

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নয়। তারা নিরপেক্ষভাবেই নির্বাচন পরিচালনা করছে এবং করবে। কে জিতলো বা কে হারলো—সেটা সরকারের দেখার বিষয় নয়।’’

তিনি আরও বলেন, ‘‘নির্বাচনে কেউ কোনো দলের পক্ষ নিলে, সেই কর্মকর্তা যেই হোন না কেন, তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিসি, এসপি, ওসিরাও এর বাইরে নন।’’

বিদ্যুৎ উপদেষ্টা আরও জানান, বর্তমানে বিদ্যুৎ সরবরাহে তেমন কোনো সংকট নেই, তবে কারখানাগুলোর কিছু এলাকায় গ্যাস সমস্যা রয়ে গেছে। তিনি বলেন, ‘‘সরকার সবসময় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি মনিটর করছে। গ্যাস সরবরাহও শিগগির স্বাভাবিক হবে।’’

তিনি বলেন, ‘‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলায় কিছুটা ভোগান্তি হচ্ছে। তবে উন্নয়নের জন্য সাময়িক কষ্ট মেনে নেওয়া উচিত।’’

সভা শেষে উপদেষ্টা ফাওজুল কবির খান বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজসহ আরও অনেকে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে