ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

এক ঘণ্টা আগে ভোট বর্জন করলেন ভিপি প্রার্থী

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৬:১১:৩৮
এক ঘণ্টা আগে ভোট বর্জন করলেন ভিপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ভিপি (সহসভাপতি) পদে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্রার্থী তাহমিনা আক্তার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের কাছে দেওয়া এক লিখিত বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।তাহমিনা অভিযোগ করে বলেন, “ডাকসু নির্বাচনে আগেই শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং নানা ধরনের কারচুপি ও জালিয়াতির মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার প্রহসন চলছে।”

তিনি বলেন, “এই ভুয়া ও একপেশে নির্বাচনের প্রতিবাদে আমি তাহমিনা আক্তার (ব্যালট নং ১০), বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ভিপি পদে প্রার্থিতা প্রত্যাহার করছি। এই নির্বাচন আমি বর্জন ও বয়কট করলাম।”

শিবির ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ

তাহমিনা আক্তার আরও অভিযোগ করে বলেন, “শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট নির্বাচন পরিচালনা করছে প্রশাসন। এমনকি উপাচার্য ও নির্বাচনী কর্মকর্তারা এই পরিস্থিতির জন্য দায়ী। আমরা তাদের পদত্যাগ দাবি করছি এবং এই ভোট জালিয়াতির ঘটনায় একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত চাই।”

তাহমিনা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী। তিনি জুলাই মাসে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানে ও নিরাপদ ক্যাম্পাস আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।

ভোটগ্রহণ ও প্রার্থীদের তথ্য

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলছে। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট চলছে। বিকেল ৪টার আগে লাইনে দাঁড়ানো ভোটারদেরও ভোট দেওয়ার সুযোগ থাকবে।

মোট ভোটার: ৩৯,৮৭৪ জন

ছাত্র: ২০,৯১৫ জন

ছাত্রী: ১৮,৯৫৯ জন

ডাকসুতে প্রার্থী: ৪৭১ জন (২৮টি পদে)

হল সংসদে প্রার্থী: ১,০৩৫ জন (২৩৪টি পদে)

ভোটারদের ৪১টি করে ব্যালটে ভোট দিতে হবে এবং এজন্য বরাদ্দ সময় ১০ মিনিট।এদিকে ডাকসু নির্বাচন ঘিরে সোমবার রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে, যা চলবে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে