ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ঢাকায় আজ যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে

২০২৫ সেপ্টেম্বর ০৬ ১২:১৮:২৭
ঢাকায় আজ যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠন আজও নানা কর্মসূচি আয়োজন করেছে। দিনের শুরুতেই রয়েছে গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি

সিরডাপ মিলনায়তনে সকাল ১০:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ‘ঢাকার জলাধার পুনরুদ্ধার: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক নগর সংলাপ। এতে অংশ নেবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার কর্মসূচি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সকাল ১০টায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিএনপির কর্মসূচি

সকাল ১০:৩০ মিনিট: জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সকাল ১১:০০ মিনিট: নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

দুপুর ১২:০০ মিনিট: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে যাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে