ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

দুর্নীতির অভিযোগে রূপালী ইন্স্যুরেন্সের সিইও নিয়োগ বাতিল

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৮:১৭:৪২
দুর্নীতির অভিযোগে রূপালী ইন্স্যুরেন্সের সিইও নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে রূপালী ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফৌজিয়া কামরুন তানিয়ার প্রস্তাবিত নিয়োগ বাতিল করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ১৭ আগস্ট আইডিআরএ এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানিটিকে পাঠায়।

আইডিআরএ জানিয়েছে, অতীতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক ও ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময়ে ফৌজিয়া কামরুন তানিয়া গ্রাহকের অর্থ আত্মসাতে জড়িত ছিলেন। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে করা নিরীক্ষায় সোনালী লাইফে প্রায় ১৮৭ কোটি টাকা এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর তদন্তে ৩৫৩ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মেলে। এই অর্থ আত্মসাতের ঘটনায় সাবেক চেয়ারম্যান, পরিচালক এবং ভারপ্রাপ্ত সিইও-এর পাশাপাশি ফৌজিয়া কামরুন তানিয়ারও নাম উঠে আসে।

এই কেলেঙ্কারির কারণে, বীমা আইন, ২০১০-এর ধারা ৯৫ অনুযায়ী সোনালী লাইফের তৎকালীন পরিচালনা পর্ষদকে সাময়িক বরখাস্ত করে আইডিআরএ। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দুদক ফৌজিয়া কামরুন তানিয়াসহ এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলাও করেছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে