ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Sharenews24

ব্যক্তিগত আক্রমণে পিছু হটলেন রুমিন ফারহানা

২০২৫ আগস্ট ২৮ ১০:৫৯:০৪
ব্যক্তিগত আক্রমণে পিছু হটলেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিজের একটি মন্তব্যকে ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি কারও নাম উল্লেখ না করে মন্তব্যে আঘাতপ্রাপ্তদের প্রতি দুঃখ প্রকাশ করেন।

বুধবার (২৭ আগস্ট) গ্লোবাল টিভির একটি টকশোতে অংশ নিয়ে রুমিন বলেন,“আমার কথায় বা অযৌক্তিক কোনো ব্যবহারে, শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে আমি দুঃখিত।”

দুই দিন আগে (২৫ আগস্ট) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ করে ফেসবুকে একটি পোস্ট দেন রুমিন ফারহানা, যেখানে তিনি ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রমণাত্মক শব্দ ব্যবহার করেন। ওই পোস্টে তিনি হাসনাতের ছাত্রলীগ সংশ্লিষ্টতার ছবি যুক্ত করে একটি অশালীন শব্দ ব্যবহার করে মন্তব্য করেন।

এই পোস্টের পটভূমিতে ছিল নির্বাচন কমিশনে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানিকে ঘিরে বিএনপি ও এনসিপি কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং এরপর এনসিপি নেতা হাসনাতের বক্তব্য, যেখানে তিনি রুমিনকে ব্যঙ্গ করে "বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক" বলেন।

টকশোতে নিজের অবস্থান ব্যাখ্যা করে রুমিন বলেন,“আমি যদি নিজেকে আরও নিয়ন্ত্রণ করতে পারতাম, ভালো হতো। কিন্তু দিন শেষে আমি একজন মানুষ। মানুষের ধৈর্যের সীমা থাকে। কেউ যদি বারবার ট্রলের শিকার হন, কখনও কখনও মনে হয় জবাব দেওয়া দরকার। যদিও না দিলেই ভালো হতো।”

নারী রাজনীতিক হিসেবে অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন,“রাজনীতিবিদদের জীবন সহজ নয়, নারী রাজনীতিবিদের জীবন আরও কঠিন। বিশেষ করে যারা স্পষ্টভাষী, তাদের জন্য এটা আরও বেশি চ্যালেঞ্জিং। সব কিছু বিবেচনায় আমি মনে করি, আমি এখনো ভালোই আছি।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে