ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Sharenews24

কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক আটক

২০২৫ আগস্ট ২৮ ১০:২২:২৩
কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টাকালে সহিদুল হক (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

ঘটনাটি ঘটে বুধবার (২৭ আগস্ট) রাতে, ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজারে অবস্থিত ব্যাংকটির শাখায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবারের জন্য ব্যাংকের নাইটগার্ড নিচে নামলে কিছু সময় পর তিনি ব্যাংকের ভেতরে আলো ও শব্দ লক্ষ করেন। সন্দেহ হলে তিনি দ্রুত ব্যাংক কর্মকর্তাদের খবর দেন এবং স্থানীয়দের ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকে প্রবেশ করে ওই যুবককে হাতেনাতে আটক করা হয়। তার ব্যাগ তল্লাশি করে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত সহিদুল হক তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুকরু মোহাম্মদের ছেলে।

ভজনপুর ইউনিয়ন পরিষদের সদস্য তবিবর রহমান বলেন, "ধারণা করা হচ্ছে, সহিদুল হক বিকেলেই ব্যাংকে লুকিয়ে পড়েন। রাতের বেলায় ব্যাংকে কেউ না থাকায় তিনি ডাকাতির চেষ্টা চালান। বাজারের কেন্দ্রস্থলে ব্যাংকটির অবস্থান হওয়ায় ঘটনাটি উদ্বেগজনক হলেও, স্থানীয়দের তৎপরতায় বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।"

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদ বলেন, "ব্যাংকে ডাকাতির চেষ্টায় একজনকে আটক করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে