ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Sharenews24

সংকটে ৫ ব্যাংক, বিপাকে পোশাক খাতের রপ্তানিকারকরা

২০২৫ আগস্ট ২৮ ০৭:৪৬:৫৭
সংকটে ৫ ব্যাংক, বিপাকে পোশাক খাতের রপ্তানিকারকরা

নিজস্ব প্রতিবেদক: সংকটে থাকা পাঁচটি ব্যাংকের কারণে দেশের তৈরি পোশাক খাত বড় ধরনের সমস্যায় পড়েছে। এসব ব্যাংকের তীব্র তারল্য সংকটের কারণে রপ্তানি আয় দেশে ফেরত আসলেও তা সময়মতো রপ্তানিকারকদের পরিশোধ করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে নতুন লেটার অব ক্রেডিট (এলসি) খোলার ক্ষেত্রেও ব্যাংকগুলো ব্যর্থ হচ্ছে। এর ফলে বহু পোশাক কারখানা আর্থিক ক্ষতির মুখে পড়ছে এবং নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করে এ সমস্যার বিস্তারিত তুলে ধরেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের সহসভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, ফাহিমা আক্তার, এবিএম সামছুদ্দিনসহ আরও কয়েকজন প্রতিনিধি।

বিজিএমইএ সভাপতি বৈঠকে জানান, ব্যাংকগুলোর তারল্য ঘাটতির কারণে রপ্তানি আয় ফেরত আসলেও তা উদ্যোক্তাদের কাছে সময়মতো পৌঁছাচ্ছে না। এতে কারখানাগুলোতে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে জটিলতা তৈরি হচ্ছে। এর প্রভাবে শ্রমিক অসন্তোষ বাড়ছে, যা আইনশৃঙ্খলার জন্যও হুমকি হয়ে উঠতে পারে।

তিনি আরও সতর্ক করেন, পরিস্থিতি দ্রুত সমাধান না হলে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক বাজারে ক্ষুণ্ন হবে। ক্রেতাদের আস্থাও কমে যাবে, যা বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যতের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে।

বৈঠকে বিজিএমইএ নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, দ্রুত পদক্ষেপ না নিলে অনেক প্রতিষ্ঠান টিকতে পারবে না এবং রুগ্ণ শিল্পে পরিণত হবে। এতে বিপুল সংখ্যক শ্রমিক কর্মসংস্থান হারাবেন। দেশের প্রধান রপ্তানি খাত চরম ঝুঁকির মুখে পড়বে, যা মোটেও কাম্য নয়।

জবাবে গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, বাংলাদেশ ব্যাংক জরুরি ভিত্তিতে এমন ব্যবস্থা নেবে যাতে ব্যাংকগুলো সাময়িকভাবে হলেও রপ্তানিকারকদের প্রাপ্য অর্থ প্রদান করতে পারে। পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য একটি টেকসই পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে