ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

১ হাজার ১ টাকায় ৮ হাজার বর্গফুট জমি!

২০২৫ আগস্ট ২৭ ১৬:২৮:৩৮
১ হাজার ১ টাকায় ৮ হাজার বর্গফুট জমি!

নিজস্ব প্রতিবেদক: শের ইতিহাসে প্রথমবারের মতো রেলপথ মন্ত্রণালয় প্রতীকী মূল্যে জমি বরাদ্দ দিয়েছে দুটি মসজিদ ও একটি মন্দিরকে। রাজধানীর জোয়ার সাহারা মৌজায় অবস্থিত এসব ধর্মীয় উপাসনালয়কে প্রতিটির জন্য ১ হাজার ১ টাকা করে মোট ৩ হাজার ৩ টাকায় জমি দেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) রেলভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বরাদ্দপত্র হস্তান্তর করেন ঢাকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ।

জমি বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো:

খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদ: ০.২০১১ একর (৮,৭৬০ বর্গফুট)

আন-নূর-জামে মসজিদ: ০.০৫৫২ একর (২,৪০৫ বর্গফুট)

খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির: ০.০৫৬২ একর (২,৪৫০ বর্গফুট)

মোট বরাদ্দকৃত জমির পরিমাণ প্রায় ৩১ শতাংশ।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, "রেলওয়ের এই উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের রোল মডেল।"

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে