ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

শেখ হাসিনাকে নিয়ে অ্যাটর্নি জেনারেলের বার্তা 

২০২৫ আগস্ট ২৭ ১৬:১৯:১০
শেখ হাসিনাকে নিয়ে অ্যাটর্নি জেনারেলের বার্তা 

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি এই অবস্থানকে ব্যঙ্গ করে বলেছেন, “এ যেন ভূতের মুখে রাম নাম।”

বুধবার (২৭ আগস্ট) নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ব্রিফিংয়ের প্রেক্ষাপট ছিল, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই প্রক্রিয়া সামনে আসতেই অ্যাটর্নি জেনারেল জানান, সরকারপক্ষ এখন আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফিরতে চায়।

তিনি বলেন, “সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, আজ আমরা বলেছি—আমরা আবারও তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফিরতে চাই। কারণ, এর ফলে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো সন্তান হারাবে না। গণতান্ত্রিক অধিকার আদায়ে রক্ত দিতে হবে না।”

অ্যাটর্নি জেনারেল অভিযোগ করে বলেন, “আগে আওয়ামী লীগ বলত, অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা যায় না। অথচ তারাই অনির্বাচিতভাবে ক্ষমতায় ছিল। এখন যখন তারাও তত্ত্বাবধায়ক সরকার চায়, তখন এটা ভূতের মুখে রাম নাম শোনার মতো।”

তিনি দাবি করেন, তারা (বর্তমান সরকার) বরাবরই তত্ত্বাবধায়ক ব্যবস্থার পক্ষে ছিলেন, কিন্তু সময় ও পরিস্থিতি অনুযায়ী তাদের অবস্থান পরিবর্তন হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে