ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

এআই ব্যবহার করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে

২০২৫ আগস্ট ২৭ ১৬:০৭:৪৬
এআই ব্যবহার করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে কিছু চক্র। নারায়ণগঞ্জকেন্দ্রিক একটি চক্রকে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা এবং প্রতারণা রোধে থানায় মামলা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে ‘‌প্রতারক চক্রের আর্থিক প্রতারণা রোধে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সচেতনতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আসাদুর রহমান।

তিনি বলেন, ‘‌প্রতারকরা এআই ব্যবহার করে লোভনীয় বার্তা পাঠায়। প্রথমে সামান্য মুনাফা দেখিয়ে আস্থা অর্জন করে, পরে আরো বেশি মুনাফা দেখিয়ে বড় বিনিয়োগের জন্য প্রলুব্ধ করে। এরপর জানানো হয় অ্যাপে সমস্যা হয়েছে এবং আরো অর্থ দিতে হবে। অর্থ নেয়ার পর তারা ভুক্তভোগীকে ব্লক করে দেয়।’

তিনি আরো বলেন, ‘‌ডিএসইর নাম, লোগো ও অফিস ঠিকানা ব্যবহার করে হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারণা করা চক্র এরই মধ্যে গোয়েন্দা সংস্থার নজরে এসেছে। খুব শিগগিরই তারা আইনের আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। তবে বিনিয়োগকারীদেরও সচেতন থাকতে হবে। কারণ অসতর্ক হলেই এ ধরনের প্রতারণার শিকার হতে হয়।’

ভারপ্রাপ্ত এমডি বলেন, ‘‌ডিএসই, সিএসই বা নিয়ন্ত্রক সংস্থা সরাসরি কোনো বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে না। বিনিয়োগের একমাত্র বৈধ মাধ্যম হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগং স্টক এক্সচেঞ্জের অনুমোদিত স্টক ব্রোকার। অন্য কোনো মাধ্যমে বিনিয়োগ করলে তা অবৈধ প্রতারণার ঝুঁকি তৈরি করে।’

ডিএসই থেকে জানানো হয়, বিনিয়োগকারীদের অবশ্যই সচেতন হতে হবে। কেবল অনুমোদিত স্টক ব্রোকারের মাধ্যমেই লেনদেন করতে হবে। অনুমোদিত ব্রোকারদের তালিকা ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে রয়েছে।

ডিএসই কর্মকর্তারা মনে করেন, এ ধরনের প্রতারণা শুধু ব্যক্তিগত ক্ষতির কারণ নয়, বরং শেয়ারবাজারে সাধারণ মানুষের আস্থা নষ্ট করে। তাই গোয়েন্দা সংস্থা, আইন প্রয়োগকারী বাহিনীর পাশাপাশি বিনিয়োগকারীদের সচেতনতা সবচেয়ে বড় প্রতিরক্ষা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া ও উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে