ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

১১ সন্তান থাকতেও আদালতের দ্বারস্থ বৃদ্ধ বাবা

২০২৫ আগস্ট ২৭ ১৩:০০:০৩
১১ সন্তান থাকতেও আদালতের দ্বারস্থ বৃদ্ধ বাবা

নিজস্ব প্রতিবেদক: এক বৃদ্ধ বাবা তার ১১ জন সন্তান থাকা সত্ত্বেও দু'বেলা দু'মুঠো খাবারের জন্য এবং ভালোভাবে থাকার জন্য সন্তানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।

নওগাঁর মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামের স্থায়ী বাসিন্দা প্রবীণ তোফের আলী। তার ১১ জন সন্তান, যার মধ্যে ৮ জন ছেলে ও ৩ জন মেয়ে। ৮ জন ছেলের মধ্যে ৭ জনই থাকেন জেলার বাইরে। আর ৩ মেয়ের বিয়ে হয়ে গেছে। এত সন্তান থাকা সত্ত্বেও শেষ বয়সে দু'মুঠো খাবার জোটেনা তার। এমনকি তার ঠাঁই হয়নি কোনো সন্তানের বাড়িতে। জীর্ণশীর্ণ একটি ঘরে তার বসবাস। একসময় তিনি ভিক্ষাবৃত্তি করে দু'বেলা দু'মুঠো খাবার জোগাড় করলেও, বয়সের ভারে এখন আর বেশিক্ষণ হাঁটতে পারেন না তিনি। তাই প্রায় দিনই না খেয়ে থাকতে হয় তাকে। শেষ বয়সে অসহায় ও মানবেতর জীবন কাটছে তার।

তোফের আলী দু'বেলা দু'মুঠো ভাত এবং ভালোভাবে থাকার নিশ্চিত করার জন্য তার সন্তানদের বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন। তোফের আলীর দাবি, তার এক ছেলে আইনাল হক বসতবাড়িতে থাকার ঘর, গবাদি পশুর ঘর এমনকি আত্মীয়-স্বজনদের নিয়ে আলাদা ঘর থাকলেও, সেখানে তোফের আলীর ঠাঁই হয়নি।

তোফের আলীর ছেলে আইনাল হক জানান, তার বাবার অভিযোগ সত্য নয়। তাদের নিজেদেরই অভাবের সংসার হওয়ায় সবসময় বাবাকে খাবার দিতে পারেন না তারা। তিনি আরও জানান, তাদের বাড়িতে তিনটি রুম আছে, যার মধ্যে একটি ছাগল থাকে, একটিতে তিনি নিজে থাকেন এবং অন্যটিতে আত্মীয়-স্বজনরা এসে থাকে। তার বাবার জন্য আলাদা কোনো ঘর নেই। তিনি বলেন, তার বাবার থাকার মতো কোনো জায়গা নেই, এমনকি আত্মীয়স্বজন এনেও রাখা যাবে না। তাদের ফসল রাখার জন্যও জায়গা দরকার। এমন অবস্থায় বাবাকে স্থান দেওয়া বা খাবার দেওয়া তাদের জন্য কঠিন।

প্রতিবেশীরাও তোফের আলীর অসহায় জীবন দেখে ব্যথিত। তাদের প্রত্যাশা, সমাজের স্বহৃদয়বান মানুষদের সহায়তায় হয়তো শেষ বয়সে তোফের আলীর একটু স্বস্তি মিলতে পারে। তারা মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে