ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

সাধারণ মানুষকে সাবধান বার্তা দিলো সিএমপি

২০২৫ আগস্ট ২৭ ১০:৪০:২৩
সাধারণ মানুষকে সাবধান বার্তা দিলো সিএমপি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, ছবি ও পদবি ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। একাধিক অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে সতর্কবার্তা দিয়েছে সিএমপি।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে সিএমপির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, প্রতারকরা ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ও অপরিচিত মোবাইল নম্বর ব্যবহার করে এই অপকর্ম চালাচ্ছে। অনেক ক্ষেত্রে ভুয়া পরিচয়পত্র ও অফিসিয়াল ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

সিএমপি জানিয়েছে, এসব যোগাযোগ সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক। কেউ যদি পুলিশের পরিচয় দিয়ে টাকা দাবি করে, তাহলে কোনোভাবেই ওই দাবি অনুযায়ী টাকা পাঠানো যাবে না।

এ ধরনের ঘটনার শিকার হলে বা সন্দেহ হলে সঙ্গে সঙ্গে তথ্য সংরক্ষণ করে নিকটস্থ থানায় অথবা সিএমপি কন্ট্রোল রুমে (01320-057998) অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

সিএমপি আরও জানিয়েছে, এই প্রতারণা চক্রকে চিহ্নিত করতে গোয়েন্দা শাখাসহ পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে