ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

সংকট কাটাতে ভবন বিক্রি করবে ফিনিক্স ফাইন্যান্স

২০২৫ আগস্ট ২৬ ১৫:৫৬:২৭
সংকট কাটাতে ভবন বিক্রি করবে ফিনিক্স ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স লিমিটেড তাদের চলমান আর্থিক সংকট মোকাবিলা করতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি রাজধানীর মতিঝিলে অবস্থিত তাদের নিজস্ব বাণিজ্যিক ভবন 'ফিনিক্স ভবন'-এর ৫০ শতাংশ মালিকানা বিক্রি করবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে আর্থিক খাতে যে চাপ এবং তাদের আয় কমে গেছে, সে কারণে এই প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে তারা বিকল্প সমাধান খুঁজছে। এই প্রেক্ষাপটে সম্পদ বিক্রি করে কোম্পানি তার কার্যক্রম স্থিতিশীল করতে চাইছে। তারা আশা করছে, এই সিদ্ধান্ত ভবিষ্যতে কোম্পানির আর্থিক প্রবাহে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে।

তবে কবে নাগাদ এই বিক্রয় কার্যক্রম সম্পন্ন হবে এবং প্রাপ্ত অর্থ কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে