ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

মাত্র ১০০ টাকা ফিতে বিদেশে নার্সদের জন্য সুবর্ণ সুযোগ!

২০২৫ আগস্ট ২৪ ১২:৪৩:২০
মাত্র ১০০ টাকা ফিতে বিদেশে নার্সদের জন্য সুবর্ণ সুযোগ!

নিজস্ব প্রতিবেদক: কুয়েতের সরকারি স্বাস্থ্যখাতে ১০০ জন নার্স নিয়োগ দেবে দেশটির সরকার। এই নিয়োগ সরকারিভাবে সম্পন্ন হবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে।

সম্প্রতি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বোয়েসেলের সহকারী পরিচালক নোমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কে কতজন নিয়োগ পাবেন?

বিএসসি পাস পুরুষ নার্স: ২০ জন

বিএসসি পাস নারী নার্স: ৩০ জন

ডিপ্লোমা পাস পুরুষ নার্স: ১০ জন

ডিপ্লোমা পাস নারী নার্স: ৪০ জন

মোট পদসংখ্যা: ১০০ জন

বেতন ও শর্ত:

বেতন: প্রতি মাসে ১,২৭,৩৬০ টাকা (কুয়েতি দিনার হিসাবে)

চাকরির মেয়াদ: প্রথমে তিন মাস শিক্ষানবিশ, এরপর ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ, যা নবায়নযোগ্য

সার্ভিস চার্জ: বোয়েসেলকে এককালীন ৫৬,৩৫০ টাকা

অন্যান্য খরচ: গামকা মেডিকেল, ভিসা স্ট্যাম্পিং, এবং অন্যান্য আনুষঙ্গিক ফি প্রার্থীকে বহন করতে হবে

আবশ্যক প্রশিক্ষণ: BLS (Basic Life Support) সার্টিফিকেট বাধ্যতামূলক

যোগ্যতা ও আবেদনের নিয়ম:

বয়সসীমা: সর্বোচ্চ ৩৯ বছর

ভাষা দক্ষতা: ইংরেজিতে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

অভিজ্ঞতা: অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন

আবেদন লিংক: https://brms.boesl.gov.bd

প্রার্থীকে আবেদন ফি বাবদ ১০০ টাকা ও সার্ভিস চার্জ অনলাইনে পরিশোধ করতে হবে।

দরকারি কাগজপত্র:

একটি PDF ফাইলে নিচের তথ্যসমূহ আপলোড করতে হবে:

ইংরেজিতে তৈরি জীবনবৃত্তান্ত (CV)

শিক্ষাগত যোগ্যতার সনদ

অভিজ্ঞতার সনদ

মার্কশিট ও ট্রান্সক্রিপ্ট

নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন

রঙিন পাসপোর্ট কপি

যদি প্রার্থী ভিসা ইস্যুর পরে কুয়েতে না যেতে চান, তাহলে বোয়েসেলে জমা দেওয়া পে-অর্ডার বাজেয়াপ্ত ঘোষণা করা হবে।

আবেদন শুরু হয়েছে: ২০ আগস্ট ২০২৫ থেকে

তাড়াতাড়ি আবেদন করুন, সুযোগ সীমিত!

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে