ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

অবশেষে ধরা খেলেন বরখাস্ত ডিবি কর্মকর্তা!

২০২৫ আগস্ট ২৪ ১২:৩৪:৫২
অবশেষে ধরা খেলেন বরখাস্ত ডিবি কর্মকর্তা!

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বরখাস্ত হওয়া মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক এসআই মাহবুব হাসানকে বাসা থেকে বের করে মারধর করেছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

শনিবার (২৩ আগস্ট) রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে রাজশাহী নগরীর হজোর মোড় এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, স্থানীয় লোকজন মাহবুব হাসানকে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি বোয়ালিয়া মডেল থানার হেফাজতে আছেন।

মাহবুব হাসান ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক উপ-পরিদর্শক (এসআই)। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। অভিযোগ রয়েছে, তিনি একাধিকবার ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করেছেন।

বিশেষ করে ২০২৪ সালের ২২ আগস্ট দায়ের হওয়া একটি মামলায় অভিযোগ করা হয়, তিনি ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায় করেছিলেন।

ওই মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ২৩ অক্টোবর মাহবুব হাসান সাদা পোশাকে গিয়ে গোরহাঙ্গা এলাকার বাসিন্দা মাসুদ রানা সরকারের ছেলে রাজীব আলীকে (৩১) অস্ত্রের মুখে অপহরণ করেন। এরপর শিমলা বাগানে নিয়ে গিয়ে ফোনে মাসুদ রানার কাছে দাবি করা হয়, পাঁচ লাখ টাকা না দিলে তার ছেলেকে ‘ক্রসফায়ারে’ দেওয়া হবে।

ভয়ে মাসুদ রানা টাকা নিয়ে সেখানে পৌঁছালে মাহবুব হাসান টাকা গ্রহণ করেন এবং জানান, রাজীবকে তিনি নিরাপদে বাড়ি পৌঁছে দেবেন। কিন্তু পরদিন রাজীবকে মাদকের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। দীর্ঘ ১৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান রাজীব।

বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, মাহবুব হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে