ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

গ্রামীণফোনের বিরুদ্ধে অভিযোগ রবি ও বাংলালিংকের 

২০২৫ আগস্ট ২৪ ১২:১৬:৩২
গ্রামীণফোনের বিরুদ্ধে অভিযোগ রবি ও বাংলালিংকের 

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অস্বাভাবিক কম দামে সিম বিক্রির মাধ্যমে বাজার দখলের অভিযোগ এনেছে প্রতিদ্বন্দ্বী অপারেটর রবি ও বাংলালিংক। এ বিষয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে আনুষ্ঠানিক অভিযোগও দাখিল করেছে তারা।

কমিশন সূত্রে জানা গেছে, রবির অভিযোগের তদন্ত ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এ সংক্রান্ত মামলা শিগগিরই দায়ের হতে পারে। তবে গ্রামীণফোন তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

বর্তমানে দেশের মোবাইল বাজারে চারটি অপারেটর সক্রিয় রয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা প্রায় ৮ কোটি ৬৫ লাখ, যা মোট ১৮ কোটি ৮৪ লাখ মোবাইল ব্যবহারকারীর বড় একটি অংশ। গ্রাহক সংখ্যার পাশাপাশি প্রায় ৩২ হাজার কোটি টাকার বাজারের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করছে গ্রামীণফোন। ফলে ২০১৯ সালে বিটিআরসি প্রতিষ্ঠানটিকে ‘বাজারে আধিপত্যকারী’ (Significant Market Power – SMP) অপারেটর হিসেবে ঘোষণা করে এবং কিছু বিধিনিষেধ আরোপ করে।

সম্প্রতি রবি ও বাংলালিংকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, গ্রামীণফোন তাদের SMP অবস্থান থাকা সত্ত্বেও অস্বাভাবিকভাবে কম দামে সিম বিক্রি করে বাজারে প্রভাব বিস্তার করছে।

বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন,"গ্রামীণফোনের এ ধরনের কার্যকলাপ প্রতিযোগিতাকে হুমকির মুখে ফেলছে। বিষয়টি নিয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।"

নথি অনুসারে, যদিও সরকার প্রতিটি সিমের উপর ৩০০ টাকা কর নির্ধারণ করেছে, তবুও অপারেটররা বাজারে টিকে থাকার জন্য ভর্তুকি দিয়ে সিম বিক্রি করছে। রবি সিম বিক্রি করেছে ১৯৯ টাকায়, যেখানে গ্রামীণফোনের বিক্রয়মূল্য ছিল ১৬৯ টাকা। এ ছাড়া গ্রামীণফোন প্রতিটি সিম বিক্রির বিপরীতে বিক্রেতাদের ১২২ টাকা কমিশন দিয়েছে, যা রবির সর্বোচ্চ কমিশন ৮৯ টাকার চেয়ে অনেক বেশি।

এই হিসাবে, গ্রামীণফোনের সিমের প্রকৃত মূল্য দাঁড়ায় মাত্র ৪৭ টাকা—রবির তুলনায় যা প্রায় ৫৭ শতাংশ কম। রবির করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন,"এই প্রক্রিয়াটি সরাসরি প্রতিযোগিতা আইন লঙ্ঘনের শামিল। বাধ্য হয়ে আমরাও একই পথে হাঁটছি। কমিশনের এখনই হস্তক্ষেপ প্রয়োজন।"

অন্যদিকে, গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ সব অভিযোগ অস্বীকার করে জানান,"আমরা সকল নিয়ম-কানুন মেনেই ব্যবসা পরিচালনা করছি। কোনো ধরনের আইন লঙ্ঘনের প্রশ্নই ওঠে না।"

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান জানান, রবির দায়ের করা অভিযোগের তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে কমিশনে জমা পড়েছে এবং গ্রামীণফোনকে শুনানির জন্য শিগগিরই ডাকা হবে। বাংলালিংকের অভিযোগ নিয়েও তদন্ত শুরু হবে বলে তিনি জানান।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে