ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

উপদেষ্টাদের অসহায় বললেন মির্জা ফখরুল

২০২৫ আগস্ট ২৩ ১৭:৩৬:০৭
উপদেষ্টাদের অসহায় বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারাও অনেক ক্ষেত্রেই আজ অসহায়—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত?’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি আয়োজন করে বিএনপির ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সংগঠন ‘অর্পণ আলোক সংঘ’।

মির্জা ফখরুল বলেন,“সচিবালয়ে উপদেষ্টারা অনেক ক্ষেত্রেই অসহায়। আজ আমলারা সবকিছু নির্ধারণ করছেন। উপদেষ্টারা অনেক সময় সিদ্ধান্ত নিতে পারেন না। এটা বাস্তবতা।”

তিনি আরও বলেন,“শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মানুষ গড়ার জন্য নতুন উদ্যোগ দরকার। কিন্তু তার জন্য দক্ষ ও সচেতন মানুষ তৈরি করতে হবে। এটা এক দিনে সম্ভব নয়।”

তিনি বলেন,“গ্রামের একজন স্কুলশিক্ষকও তার সমস্যার সমাধানে ঢাকায় আসতে বাধ্য হন। কারণ, জেলা বা উপজেলা পর্যায়ে সমস্যা সমাধানের ব্যবস্থা নেই। কেন নেই? কারণ, কেন্দ্রীয়ভাবে ঘুষের চক্র চলে। স্কুল, কলেজ, এমনকি নার্স নিয়োগেও ঘুষ দিতে হয়। এই বৈষম্যমূলক ও দুর্নীতিপূর্ণ ব্যবস্থায় রাতারাতি পরিবর্তন আনা অসম্ভব।”

বিএনপি মহাসচিব বলেন,“আমাদের প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন ও জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্বমূলক সরকার। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত গণতান্ত্রিক কাঠামো নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের পথে অগ্রসর হতে পারব।”

প্রগতিশীল সমাজ গঠনে নানা বাধা-বিপত্তি ও উগ্রপন্থা ছড়ানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,“আমি হতাশাবাদী নই। কিন্তু যখন দেখি মানুষের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে ভিন্ন চিন্তা চাপিয়ে দেওয়া হচ্ছে, উগ্রবাদকে উসকে দেওয়া হচ্ছে, তখন হতাশ না হয়ে উপায় থাকে না।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে