ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

ফলের স্বাদ কেমন- আমার ছেলেটা জানে না

২০২৫ আগস্ট ২৩ ১৬:৪২:১৭
ফলের স্বাদ কেমন- আমার ছেলেটা জানে না

নিজস্ব প্রতিবেদক: “গত পাঁচ মাসে আমরা কোনো আমিষ খাইনি। আমার ছোট ছেলের বয়স চার বছর। সে জানেই না ফলমূল বা সবজি দেখতে কেমন, খেতে কেমন।”—গাজা শহরের এক মা, রীম তৌফিক খাদারের কথায় উঠে এসেছে যুদ্ধবিধ্বস্ত গাজার ভয়াবহ দুর্ভিক্ষের চিত্র।

জাতিসংঘ-সমর্থিত এক প্রতিবেদনে গাজার কিছু অঞ্চলে "সম্পূর্ণ মানবসৃষ্ট দুর্ভিক্ষ" ঘোষণা করা হয়েছে। এর পরই ক্ষুধা ও অপুষ্টিতে জর্জরিত গাজাবাসীদের অভিজ্ঞতা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

জাতিসংঘ সমর্থিত Integrated Food Security Phase Classification (IPC) জানায়, গাজার প্রায় ৫ লাখ মানুষ এখন ক্ষুধা, চরম দারিদ্র্য ও মৃত্যুর হুমকিতে রয়েছে।

ইসরায়েলি বাধার কারণে খাদ্য, চিকিৎসা ও সহায়তা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যদিও ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে যাচ্ছে।

২৯ বছর বয়সী রিদা হিজেহ জানান, তার পাঁচ বছরের মেয়ে লামিয়ার ওজন ১৯ কেজি থেকে কমে হয়েছে সাড়ে ১০ কেজি। “ও এখন হাঁটতে পারে না, স্নায়ুর সমস্যা দেখা দিয়েছে। চুল পড়ছে। ডাক্তাররা বলেছে, সে অপুষ্টিতে ভুগছে। কিন্তু কেউ কিছু দেয়নি, না চিকিৎসা, না সহায়তা।”

‘ইউকে-মেড’ সংস্থার হয়ে কাজ করা নার্স ম্যান্ডি ব্ল্যাকম্যান জানান, গাজায় মাতৃত্বকালীন অবস্থায় থাকা ৭০ শতাংশ নারী ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন। এর প্রভাব পড়ছে নবজাতকদের ওপরও—“তারা জন্ম নিচ্ছে ছোট ও দুর্বল হয়ে।”

আসল নামের এক নারী বলেন, “আমার ওজন পাঁচ মাসে ৫৬ কেজি থেকে কমে ৪৬ কেজি হয়েছে। মাসের পর মাস ফল-মাংস খাইনি। এখন কোনো খাদ্য মজুদও নেই, শুধু প্রতিদিনের জন্য সংগ্রাম।” তার ননদ এক মাস বয়সী শিশুর জন্য গুঁড়া দুধ খুঁজছেন, যার এক ক্যানের দাম ১৮০ শেকেল (৩৯ ইউরো), যা অনেকেরই নাগালের বাইরে।

সেভ দ্য চিলড্রেন-এর মিডিয়া ম্যানেজার শাইমা আল-ওবাইদি জানান, গাজায় অবস্থানকালে তিনি দেখেছেন মানুষ ঘাস ও পাতা খেয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। তিনি বলেন, “শিশুরা বলে তারা মরতে চায়, যেন বেহেশতে গিয়ে খাবার পায়।”

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এই যুদ্ধে এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে অন্তত ২৭১ জন দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মারা গেছেন—যাদের মধ্যে ১১২ জন শিশু।

গাজা যেন এখন এক জীবন্ত দুঃস্বপ্ন। আর সেই দুঃস্বপ্নের ভয়াবহ চিত্র তুলে ধরছে সেখানকার মা-বোন-শিশুদের আর্তনাদ।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে