ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশ ব্যাংকের হুঁশিয়ারি: ব্যাংকিং খাতে বিপর্যয়

২০২৫ আগস্ট ২৩ ১৬:০৮:৪২
বাংলাদেশ ব্যাংকের হুঁশিয়ারি: ব্যাংকিং খাতে বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক: গত দেড় দশকের অনিয়ম ও লুটপাটের ফলে বাংলাদেশের ব্যাংকিং খাত ভয়াবহ ঝুঁকিতে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট অনুযায়ী, দেশের ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে সাড়ে সাত লাখ কোটি টাকারও বেশি। যা চলতি অর্থবছরের জাতীয় বাজেটের প্রায় সমান এবং এই অর্থ দিয়ে নির্মাণ করা সম্ভব প্রায় ২৩টি পদ্মা সেতু।

রিপোর্টে বলা হয়, ঋণ নবায়নের সুযোগ দেয়ার পরও ১ লাখ ৩৩ হাজার কোটি টাকা পুনরায় খেলাপি হয়েছে। এতে ব্যাংক খাতে মূলধনের ঘাটতি এবং সার্বিক ঝুঁকি আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দীকি জানিয়েছেন, উচ্চমাত্রার অনাদায়ী ঋণ (NPL) ব্যাংকগুলোর মূলধনকে নেতিবাচক পর্যায়ে নিয়ে যাচ্ছে, যা আর্থিক স্থিতিশীলতায় বড় হুমকি তৈরি করছে।

২০২৪ সাল পর্যন্ত বিতরণ করা মোট ঋণের পরিমাণ ১৬ লাখ ৮২ হাজার কোটি টাকা। এর মধ্যে প্রায় ৪৫ শতাংশ ঋণকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ছোট পরিসরের অর্থনীতিতে এত বড় অঙ্কের অনিরাপদ ঋণ দীর্ঘমেয়াদে অর্থনীতিকে গভীর সঙ্কটে ফেলতে পারে।

সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, “আগের সরকারের পতনের সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ২২ হাজার কোটি টাকা। এখন তা বেড়ে ৫ লাখ কোটিরও বেশি হয়েছে। এই বোঝা বাংলাদেশকে অনেক বছর বয়ে বেড়াতে হবে।” তিনি আরও বলেন, “ফাইন্যান্সিয়াল ক্রাইম বন্ধ করতে হলে জবাবদিহি ও কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

এছাড়া, বিপুল পরিমাণ বৈদেশিক ঋণও দেশের সামষ্টিক অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে। বিশেষজ্ঞদের মতে, এখনই উপযুক্ত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ব্যাংকিং খাতের এই সঙ্কট আরও ঘনীভূত হবে, যার প্রভাব পড়বে সাধারণ জনগণের ওপরও।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে