ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কঠিন চ্যালেঞ্জ

২০২৫ আগস্ট ২৩ ১৫:৫৪:৪১
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কঠিন চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি, পূর্ণ নম্বর ও পূর্ণ সময় অনুযায়ী। এই পরীক্ষা ২০২৬ সালের মে-জুন মাসে আয়োজন করার পরিকল্পনা নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

শনিবার (২৩ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহে। এই শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুনে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এনসিটিবি জানিয়েছে, ওই পরীক্ষাগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং প্রতিটি বিষয়ের জন্য পূর্ণ সময় ও নম্বর বরাদ্দ থাকবে।

গুরুত্বপূর্ণ দিকগুলো:

পরীক্ষা হবে আগের মতো পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে।

কোভিড-১৯ পরবর্তী সংক্ষিপ্ত সিলেবাস বা নম্বর কাঠামো আর থাকছে না।

সময়মতো ক্লাস শুরু হওয়ায় প্রস্তুতির সময়ও থাকবে যথেষ্ট।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে