ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে বড় সুবিধা আদায় করলেন ড. ইউনূস – জানালেন প্রেস সচিব

২০২৫ আগস্ট ২৩ ১৫:৪৩:০৯
যুক্তরাষ্ট্রে বড় সুবিধা আদায় করলেন ড. ইউনূস – জানালেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে বাংলাদেশ শুল্ক সুবিধা পাওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক পরিচিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীতে আয়োজিত ‘মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন,“ড. ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত পরিচিত এবং গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। তাঁর সে পরিচয়ের কারণেই নেগোশিয়েশনে আমরা বাড়তি সুবিধা পেয়েছি। এটা একটা বাস্তবতা।”

তিনি আরও বলেন,“আমরা শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম যে শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব। এখনো আমাদের লক্ষ্য থাকবে, এই হার আরও কমানো।”

শফিকুল আলম জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে সরকারের আশা। তিনি বলেন,“আমরা শুধু মার্কিন বাজারে নয়, অন্য দেশগুলোতেও রপ্তানি বাজার বিস্তৃত করতে কাজ করছি। তবে যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়ানো এখন একটি প্রধান অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, দর-কষাকষির সময় অন্য আন্তর্জাতিক বাজারগুলোর প্রতিক্রিয়াও মাথায় রাখা হয়েছে।

“একটি দেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে গিয়ে যেন অন্য বাজারে প্রভাব না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখেই আলোচনার কৌশল নির্ধারণ করা হয়েছে,” বলেন তিনি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে