ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

হাসিনার বক্তব্য প্রচার নিয়ে সরকারের কড়া বার্তা

২০২৫ আগস্ট ২২ ১৯:১৪:৪০
হাসিনার বক্তব্য প্রচার নিয়ে সরকারের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক: ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার নিয়ে কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার (২২ আগস্ট) সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দণ্ডিত ও পলাতক একজন অভিযুক্তের বক্তব্য প্রচার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর গুরুতর লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, "কিছু গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশনা অমান্য করে বৃহস্পতিবার শেখ হাসিনার একটি ভাষণ সম্প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা ও উসকানিমূলক মন্তব্য করেছেন। এই ধরনের প্রচার কার্যক্রমে জড়িতদের সতর্ক করে দিচ্ছি—এমন কর্মকাণ্ড ভবিষ্যতে করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

সরকার জানায়, শেখ হাসিনা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় শত শত বিক্ষোভকারী হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে অভিযুক্ত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত হয়েছেন। আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ এবং সংশ্লিষ্ট কারো বক্তব্য প্রচার আইন অনুযায়ী দণ্ডনীয়।

সরকার আরও জানায়, প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার ন্যায়বিচার, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মানদণ্ডে দেশ পরিচালনার জন্য কাজ করছে এবং বাংলাদেশ এখন প্রথমবারের মতো একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রস্তুতিতে রয়েছে।

শেষে, সরকার গণমাধ্যমগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলে, “শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার দেশকে অস্থিতিশীল করতে পারে এবং গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টি করতে পারে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে