ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

লোকসানি শেয়ারের অস্বাভাবিক উত্থান, কারসাজির শঙ্কা বিশ্লেষকদের

২০২৫ আগস্ট ২২ ১৬:৪০:৩৪
লোকসানি শেয়ারের অস্বাভাবিক উত্থান, কারসাজির শঙ্কা বিশ্লেষকদের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে দুর্বল ও লোকসানি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে, যা বাজার বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। কোম্পানিগুলো বারবার জানাচ্ছে যে তাদের কাছে এমন কোনো সংবেদনশীল তথ্য নেই যা শেয়ারের দাম বাড়াতে পারে, তা সত্ত্বেও দাম বেড়ে চলেছে।

এমনকি সামগ্রিক বাজার টানা তৃতীয় দিনের মতো মন্দা থাকা সত্ত্বেও সপ্তাহজুড়ে কয়েকটি দুর্বল ও 'বি' ক্যাটাগরির কোম্পানির শেয়ারের দাম ব্যাপকভাবে বেড়েছে। এর মধ্যে কিছু কোম্পানি বছরের পর বছর ধরে নিষ্ক্রিয় এবং তাদের আর্থিক প্রতিবেদনও সময়মতো প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার ডিএসই'র শীর্ষ ১০টি লাভজনক কোম্পানির মধ্যে দুটি ছিল লোকসানি ('জাঙ্ক') এবং সাতটি ছিল 'বি' ক্যাটাগরির কোম্পানি। একটি কোম্পানিকে 'জাঙ্ক' হিসেবে ধরা হয় যদি সেটি টানা ছয় মাস বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখে, পরপর দুই বছর ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়, অথবা সময়মতো বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে না পার।

বাজার বিশ্লেষকরা বলছেন, দুর্বল বা বন্ধ হয়ে যাওয়া কোম্পানিগুলোর শেয়ারের দাম বৃদ্ধি থেকে বোঝা যায়, নতুন কমিশন কঠোর ব্যবস্থা নেওয়া সত্ত্বেও বাজারে কারসাজিকারীরা এখনো সক্রিয়। বাজার সংশ্লিষ্টরা বলছেন, “এই কোম্পানিগুলোর মৌলিক আর্থিক অবস্থানে কোনো বড় পরিবর্তন দেখা যায়নি। তাই ধারণা করা যায়, ফটকাবাজারি ও স্বল্প মেয়াদের লাভের উদ্দেশ্যেই এই শেয়ারগুলোর দাম বাড়ছে।”

এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক। এই আইটি কোম্পানিটি চলতি বছরের মার্চ পর্যন্ত নয় মাসে ১.৮৬ মিলিয়ন টাকা লোকসান দেখিয়েছে এবং ২০২৪ সালে মাত্র ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তা সত্ত্বেও বৃহস্পতিবার মৌলভিত্তির সব শেয়ারকে পেছনে ফেলে ১০ শতাংশ শেয়ারদর বেড়ে শীর্ষে উঠেছে। সপ্তাহজুড়ে শেয়ারটির দাম ৪৭ শতাংশের বেশি বেড়ে বৃহস্পতিবার ৭২ টাকা ৬০ পয়সায় ক্লোজ হয়েছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ডিএসই কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। জবাবে কোম্পানিটি বলেছে, এমন কোনো সংবেদনশীল তথ্য নেই যাতে শেয়ারটির দাম বাড়তে পারে।

অন্য একটি দুর্বল কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স। সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের কোনো ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ না করা সত্ত্বেও বৃহস্পতিবার এর শেয়ারের দাম ৯.৯২ শতাংশ বেড়ে ১০৪ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। এক মাসের মধ্যে এর শেয়ারের দাম ৪৭ শতাংশ বেড়েছে। একইভাবে, বন্ধ থাকা জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ এবং জিল বাংলা সুগার মিলস-এর শেয়ারের দাম যথাক্রমে ৮.৭০ শতাংশ ও ৮.৩০ শতাংশ বেড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলেন, কারসাজি ছাড়া বন্ধ থাকা এসব কোম্পানির শেয়ারের এমন অস্বাভাবিক বৃদ্ধি সম্ভব নয়। একটি গ্রুপ যখন দামকে প্রভাবিত করে, তখন দ্রুত লাভের আশায় অন্যান্য বিনিয়োগকারীরাও তাতে যোগ দেয়। তারা আরও বলেন, কম বিনিয়োগে বেশি লাভের আশায় কারসাজিকারীরা দুর্বল শেয়ারের দিকে ঝুঁকছেন। তারা বিনিয়োগকারীদের লোকসানি শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।

তোহা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে