ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রে নতুন ভরসায় বাংলাদেশি পোশাক খাত

২০২৫ আগস্ট ২২ ০৮:২২:২৯
যুক্তরাষ্ট্রে নতুন ভরসায় বাংলাদেশি পোশাক খাত

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। পুরোনো ক্রেতাদের পাশাপাশি নতুন ক্রেতারাও বাংলাদেশ থেকে পোশাক কিনতে আগ্রহী হচ্ছেন। এর ফলে রফতানি আদেশ (অর্ডার) ৫ থেকে ১০ শতাংশ বেড়েছে এবং বড় কারখানাগুলোতে উৎপাদন সক্ষমতার চেয়ে বেশি কাজ আসছে।

পোশাক খাত বিশেষজ্ঞরা মনে করছেন, অন্য প্রতিযোগী দেশগুলোর তুলনায় শুল্ক সুবিধা বেশি পাওয়ায় বাংলাদেশের পোশাক শিল্প যুক্তরাষ্ট্রের বাজারে আশাবাদী হয়ে উঠেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের ওপর ২০ শতাংশ শুল্ক কার্যকর আছে, যেখানে ভিয়েতনামও একই সুবিধা পাচ্ছে। তবে চীন ৩০ শতাংশ এবং ভারত ২৫ শতাংশ শুল্ক দিয়ে থাকে। এই শুল্কের পার্থক্যের কারণে চীন ও ভারত থেকে আসা অনেক রফতানি আদেশ এখন বাংলাদেশের দিকে ঝুঁকছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম রফতানি বাজার, যা দেশের মোট পোশাক রফতানির প্রায় ২০ শতাংশ।

পোশাক খাতের উদ্যোক্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের উচ্চমানের ব্র্যান্ডগুলো থেকে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। যদিও নিম্নমানের ব্র্যান্ডের অর্ডার কিছুটা কমেছে, সামগ্রিকভাবে রফতানি আদেশ বাড়ছে। বিশেষ করে ওভেনে ৫ থেকে ১০ শতাংশ অর্ডার বৃদ্ধি পেয়েছে, তবে নিটওয়্যারে এখনও তেমন কোনো বৃদ্ধি দেখা যায়নি।

বিজিএমইএ এবং বিকেএমইএর নেতারা বলছেন, এই নতুন সুযোগকে কাজে লাগাতে বাংলাদেশের অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস ও ব্যাংকিং সুবিধার মতো বিষয়গুলোতে আরও প্রস্তুতি নিতে হবে। রাতারাতি বড় পরিবর্তন না এলেও দীর্ঘমেয়াদে বাংলাদেশের পোশাক রফতানি বাড়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে তারা আশা করছেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে