ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

দায়িত্ব নিয়েই সিলেটের নতুন ডিসির সাদাপাথরে অভিযান

২০২৫ আগস্ট ২২ ০৮:১১:২০
দায়িত্ব নিয়েই সিলেটের নতুন ডিসির সাদাপাথরে অভিযান

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বহুল আলোচিত পর্যটনকেন্দ্র সাদাপাথরের সৌন্দর্য ফিরিয়ে আনতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দেন।

সকালে দায়িত্ব গ্রহণের পরই তিনি চলে যান কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকায়। পরিদর্শন শেষে সারওয়ার আলম সাংবাদিকদের বলেন, “এখান থেকে যাতে আর একটি পাথরও অবৈধভাবে সরানো না যায়, সে ব্যবস্থা করা হচ্ছে। যেসব কারণে লুটপাট ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, সবকিছু পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা প্রশাসক জানান, ইতোমধ্যেই লুণ্ঠিত পাথর চিহ্নিত করে উদ্ধার ও প্রতিস্থাপন কার্যক্রম শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই সাদাপাথর পর্যটনকেন্দ্র তার আগের রূপে ফিরে আসবে। এ ছাড়া, সিলেটের অন্যান্য সংরক্ষিত এলাকা ও পাথর কোয়ারিতে নজরদারি আরও কঠোর করা হবে।

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই অভিযান চালান সারওয়ার আলম। সাদাপাথর থেকে ফেরার পথে বিকেলে তিনি কোম্পানীগঞ্জের টুকেরগাঁও এলাকায় তিনটি স্টোন ক্র্যাশার মিলে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ‘চাচা-ভাতিজা স্টোন ক্র্যাশার’, ‘মেসার্স আল করিম স্টোন ক্র্যাশার’ এবং নামহীন একটি ক্র্যাশার মিলে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া সাংবাদিকদের জানান, জেলা প্রশাসকের নির্দেশে এসব অবৈধ পাথর জব্দ করা হয়েছে। জব্দকৃত পাথরের সঠিক পরিমাণ সার্ভেয়ার দিয়ে মাপার পর জানানো হবে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সিলেটের বিভিন্ন সংরক্ষিত এলাকা, পর্যটনকেন্দ্র ও পাথর কোয়ারিতে ব্যাপক লুটপাট শুরু হয়। সম্প্রতি এই বিষয়ে তীব্র সমালোচনার মুখে সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এ সময় বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী তাকে স্বাগত জানান। তিনি এর আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব এবং উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে