ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

এক বছরে ২৬ পোশাক কারখানা বন্ধের পেছনের কাহিনী!

২০২৫ আগস্ট ২১ ১৯:৫৪:৩১
এক বছরে ২৬ পোশাক কারখানা বন্ধের পেছনের কাহিনী!

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের পোশাক শিল্পে চলমান অস্থিরতার মধ্যেই গত এক বছরে ২৬টি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এতে প্রায় ৫৩৪২ জন শ্রমিক কর্মহীন হয়েছেন।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, উৎপাদন সংকট, আইনশৃঙ্খলার অবনতি ও শ্রমিক আন্দোলনের কারণে কারখানাগুলো উৎপাদনে ব্যাহত হচ্ছে। এতে সময়মতো অর্ডার সরবরাহে বাধা পড়ে এবং মালিকরা ধাক্কা সামলাতে না পেরে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিচ্ছেন।

নারায়ণগঞ্জে বর্তমানে প্রায় ১৮৩৪টি পোশাক কারখানা রয়েছে। গত বছরের ৫ আগস্ট থেকে ২৬টি কারখানা বন্ধ হলেও ২০২৪ সালের জুলাই মাসেই ১০টি কারখানা বন্ধ হয়েছিল। অনেক শ্রমিক বর্তমানে অটোরিকশা চালিয়ে জীবন-জীবিকা নির্বাহ করছেন, কেউবা গ্রামে ফিরে গেছেন অথবা দিনমজুরি ও ছোট ব্যবসা করছেন।

নারায়ণগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নিবন্ধিত ১০১০টি কারখানার মধ্যে গত এক বছরে ৯টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে।

বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি এমএ শাহীন জানান, কারখানা বন্ধ হওয়ার পেছনে অন্তর্বর্তী সরকারের প্রভাব নয়, বরং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ও অর্ডারের কমতি প্রধান কারণ।

শিল্পাঞ্চল পুলিশ-৪ নারায়ণগঞ্জ জোনের গোয়েন্দা পরিদর্শক সেলিম বাদশা বলেন, কারখানা বন্ধ হওয়ার সমস্যা দীর্ঘদিনের হলেও নতুন করে অনেক কারখানাও উৎপাদন শুরু করেছে।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বায়ারদের পাওনা না পাওয়া, আর্থিক সংকট ও সিন্ডিকেট সমস্যা এই সংকটের মূল। তিনি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন যে, যারা দেশের শিল্প-কলকারখানা বন্ধ করে অর্থনৈতিক ক্ষতি করতে কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে