ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

আইএফআইসি ন্যাশনাল ও এবি ব্যাংকের সম্পদের মান যাচাই

২০২৫ আগস্ট ২১ ১৯:২৮:২৯
আইএফআইসি ন্যাশনাল ও এবি ব্যাংকের সম্পদের মান যাচাই

নিজস্ব প্রতিবেদক: সমস্যাগ্রস্ত আরও তিনটি বেসরকারি ব্যাংকের সম্পদের গুণগত মান (অ্যাসেট কোয়ালিটি রিভিউ–একিউআর) যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন যুক্ত হওয়া ব্যাংকগুলো হলো—আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার বরাতে জানা গেছে, আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান ডেলয়েট এই একিউআর কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছে। ২০ আগস্ট ডেলয়েটের একটি দল বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক অবস্থা বিশ্লেষণ করা হবে। এতে মূলত নিচের বিষয়গুলো স্পষ্ট হবে—প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ,প্রভিশন ঘাটতি ও মূলধন ঘাটতি,আমানত ও ঋণের সঠিক চিত্র,ব্যাংকগুলো একীভূত, অধিগ্রহণ বা অবসায়ন করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত

এর আগে গত জুলাই মাসে দ্বিতীয় ধাপে আরও ১১টি ব্যাংকের একিউআর করার সিদ্ধান্ত হয়, যার অর্থায়ন করছে বিশ্বব্যাংক। এই তালিকায় রয়েছে—এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মেঘনা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং ইউসিবি।

এর আগে এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে আর্নেস্ট অ্যান্ড ইয়াং ও কেপিএমজি ছয়টি ব্যাংকের একিউআর সম্পন্ন করে। সেসব নিরীক্ষায় দেখা যায়, আর্থিক অবস্থার চিত্র ভয়াবহ—প্রকৃত খেলাপি ঋণ পূর্ববর্তী প্রতিবেদনগুলোর তুলনায় চারগুণ বেশি।

বিদেশি মালিকানার কারণে আইসিবি ইসলামিক ব্যাংককে একীভূতকরণ প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। তবে বাকি পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর জন্য ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ২০ হাজার কোটি টাকা মূলধন হিসেবে সরকারের কাছ থেকে চাওয়া হবে।

এই প্রক্রিয়ার জন্য বাংলাদেশ ব্যাংক আমানত বীমা তহবিল থেকে ঋণ নেওয়ার পাশাপাশি আইএমএফ ও বিশ্বব্যাংকের সহায়তা নিতে চায়। খুব শিগগিরই সরকারের অনুমোদনের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে