ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

ফাঁস হওয়া ১২ মিনিটের অডিওতে যা জানালেন হাসিনা

২০২৫ আগস্ট ২১ ১৭:২৪:০৫
ফাঁস হওয়া ১২ মিনিটের অডিওতে যা জানালেন হাসিনা

নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপরই আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। কিছুদিন পর একটি ১২ মিনিটের অডিও ক্লিপ ফাঁস হয়, যেখানে শেখ হাসিনাকে আসন্ন নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে শোনা যায়।

অডিও ক্লিপে শেখ হাসিনা বলেন, "ইউনূসকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে নির্বাচন দিতে হবে। আমি এখনো প্রধানমন্ত্রী হলেও বলছি—জনগণ নির্বাচন চায়, তাই নির্বাচন দিতে হবে। একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সুষ্ঠু নির্বাচন জরুরি।"

তিনি আরও বলেন, দেশকে এই সংকট থেকে মুক্ত করতে স্বাধীনতাবিশ্বাসী গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রবাসীদের উদ্দেশে তিনি আহ্বান জানান— “আপনারা দ্রুত দেশে আসুন, ভূমিকা রাখুন।”

শেখ হাসিনা উল্লেখ করেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল। ওই সময় অর্থনীতি ছিল স্থিতিশীল এবং সামাজিক অগ্রগতি ছিল দৃশ্যমান। তিনি দাবি করেন, তার নেতৃত্বে পাঁচ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণিতে উন্নীত হয়েছিল। কিন্তু বর্তমানে শিক্ষা অঙ্গন অরাজকতায় ভরে গেছে, লাখ লাখ শিক্ষার্থী পড়াশোনা ও পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি অতীতের অর্জনগুলো তুলে ধরে বলেন, "আমরা সাধারণ আইনে বিচার করেছি, ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করেছি, যুদ্ধাপরাধীদের বিচার করেছি—যারা ৩০ লাখ শহীদকে হত্যা করেছিল, মা–বোনদের অসম্মান করেছিল।" তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সেই অপকর্মই পুনরায় চালিয়ে যাচ্ছে।

শেখ হাসিনা জানান, তিনি ও তার দল ২১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, যার মধ্যে রয়েছে—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং সব রাজবন্দির মুক্তি।

অডিওতে তিনি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রসঙ্গে বলেন, তার বিরুদ্ধেও চাপ প্রয়োগ করে হত্যা মামলা করা হয়েছিল। শেখ হাসিনা বলেন, “আমরা অন্য রকম পরিবার, আমরা দুর্নীতি করতে আসিনি—এসেছি জনগণের কল্যাণে, দেশের ভাগ্য পরিবর্তনে।”

তিনি শেষের দিকে বলেন, "ইউনূস এখন ক্ষমতায় এসে আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের আত্মীয়-স্বজন কাউকেই ছাড় দিচ্ছে না। সবার বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে।" এছাড়া, তিনি অভিযোগ করেন—শেয়ারবাজার থেকে ৯ হাজার কোটি টাকা উধাও হয়েছে, ব্যাংকগুলো দেউলিয়ার পথে, গ্রামীণ ব্যাংকের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে এবং টেলিকম খাতেও বিশৃঙ্খলা চলছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে