ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

তিন কোম্পানি টেনে নামাল শেয়ারবাজারের সূচক

২০২৫ আগস্ট ২১ ১৬:৪৪:৫৭
তিন কোম্পানি টেনে নামাল শেয়ারবাজারের সূচক

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ আগস্ট) শেয়ারবাজারে সূচকের পতনের মধ্যেই লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৪৪ পয়েন্ট কমে ৫ হাজার ৩৭৪.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিনিয়োগকারীদের আশা ছিল সূচক কিছুটা ঘুরে দাঁড়াবে। সূচক শুরুতেই কিছুটা উত্থান দেখালেও, তিন কোম্পানির প্রভাবের কারণে বাজারে চাপ সৃষ্টি হয়েছে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের তথ্য অনুযায়ী, আজ সূচক পতনের মূল কারণ এই তিন কোম্পানি।

তিন কোম্পানির মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা এবং রেনেটা। এরা মিলে ডিএসইর সূচক প্রায় ১১ পয়েন্ট কমিয়েছে।

ইসলামী ব্যাংক: এ কোম্পানি আজ সূচক থেকে প্রায় ৬ পয়েন্ট কমিয়েছে। শেয়ার দর ১ টাকা বা ২.২৫ শতাংশ কমে ৪৩ টাকা ৪০ পয়সায় বন্ধ হয়েছে। দিনের মধ্যে শেয়ার দাম উঠানামা করেছে ৪৩ টাকা ১০ পয়সা থেকে ৪৪ টাকা ৮০ পয়সা পর্যন্ত। দিনশেষে লেনদেন হয়েছে ২ কোটি ১৫ লাখ ৫৩ হাজার টাকার।

স্কয়ার ফার্মা: দ্বিতীয় সর্বোচ্চ সূচক হ্রাস করেছে স্কয়ার ফার্মা, প্রায় ৩ পয়েন্ট। এদিন কোম্পানির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ০.৭২ শতাংশ কমে ২২১ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। শেয়ার দর দিনের মধ্যে উঠানামা করেছে ২২০ টাকা ২০ পয়সা থেকে ২২২ টাকা ৯০ পয়সা পর্যন্ত। লেনদেন হয়েছে ৮ কোটি ৪০ লাখ ৮৪ হাজার টাকার।

রেনেটা: তৃতীয় সর্বোচ্চ সূচক হ্রাস করেছে রেনেটা, ২ পয়েন্টের বেশি। শেয়ার দর কমেছে ১০ টাকা ২০ পয়সা বা ২.০৭ শতাংশ, শেষ হয়েছে ৪৮৩ টাকা ৪০ পয়সায়। দিনের মধ্যে শেয়ার দর উঠানামা করেছে ৪৭৭ টাকা থেকে ৪৯৩ টাকা ৭০ পয়সা পর্যন্ত। লেনদেন হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকার।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে